Loading..

প্রেজেন্টেশন

২৪ ফেব্রুয়ারি , ২০২১ ০৬:৩৯ অপরাহ্ণ

জুতা আবিস্কার (নবম-দশম শ্রেণি)

'জুতা আবিস্কার' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অসাধারণ একটি সৃষ্টি । কবিতায় নিপূণ হাতে কবি বাঙালি জীবনের প্রতিচ্ছবি একেছেন । মন্ত্রী গোবুরায়ের অপরিনামদর্শিতা এবং অবিবেচক কর্মকান্ড তুলে ধরেছেন । ধুলা সমস্যা সমাধানকল্পে হাস্যরসাত্মক চিত্রায়ণ করেছেন। 

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

করোনার সেকেন্ড ওয়েভে নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জুতা আবিস্কার কবিতাটি।

শিক্ষার্থী শিখতে পারবে -

১ . কবি পরিচিতি বলতে পারবে ।

২. কঠিন শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারবে ।

৩. যোগ্য লোকের অভিজ্ঞতার সফলতা বলতে পারবে ।

৪. ‘প্রয়োজন উদ্ভাবনের জনক’ – কথাটি ব্যাখ্যা করতে পারবে।


পদ্যাংশের লিংক সমূহ -

১। বঙ্গবাণী

২। কপোতাক্ষ নদ

৩। জীবন সঙ্গীত