Loading..

খবর-দার

২৪ ফেব্রুয়ারি , ২০২১ ০৯:৪০ অপরাহ্ণ

শহরগামীতা ও বিদেশগামীতা ক্ষতি করবে আগামী!

আমাদের দেশে কিছু শিক্ষিত মানুষ একটু আর্থিকভাবে সচ্ছল হলে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য শহরে নিয়ে আসে। এদের মধ্যে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ইত্যাদি পেশার লোকে্রা অগ্রনী ভূমিকা পালন করেন। আবার কিছু লোক আছে যারা অতি উচ্চ শিক্ষিত দেশে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেই এই অজুহাতে বিদেশে পাড়ী জমায় । তাতে দোষের কিছু নেই কিন্তু প্রশ্ন হলো সবাই যদি নিজেদের নিরাপত্তা ও পরিবেশের দোহাই দিয়ে বিদেশ বা শহরে পাড়ী জমায় তাহলে গ্রামের আপাময় জনগনের কী হবে? যারা নতুন প্রজন্ম তারা আদর্শ হিসাবে কাদেরকে সামনে পাবে? গ্রামের পরিবেশ ও প্রশাসনে কি এর প্রভাব পরবে না! অবশ্যই এর ক্ষতিকর প্রভাব পরবে। অশিক্ষিত জনগোষ্ঠী, বিবেকবুদ্ধিহীন মানুষ তৈরি হবে । সমাজের নৈতিক অবক্ষয় হবে। অশিক্ষিত লোকেরা সমাজে প্রতিষ্ঠা পাবে। শিক্ষিত লোকেরা লাঞ্চিত হবে অপমানিত হবে। ক্ষমর কেন্দ্রবিন্দু হবে টাকা ও পেশী শক্তি।