Loading..

ম্যাগাজিন

০১ মার্চ, ২০২১ ০২:০২ পূর্বাহ্ণ

Application software

Word Processing

2. Program: Program মূলত কিছু Software এর সমন্বয়ে গঠিত হয়। এই software দুই ধরনের হয়ে থাকে।  

i)                         System Software ii) Application Software.

 

i) System software: System software মূলত কম্পিউটারের Oparating system software কে বলা হয়। এই software install করে কম্পিউটারের ইন্টারপেইস তৈরি করা হয়। যাহা কম্পিউটারকে ব্যাবহার উপযোগী করে তোলে। উদাহরণ হিসেবে বলা যায়ঃ Windos XP, Windos 2003, Windos 2007, Windos 2010 ইত্যাদি।

 

ii) Application software: আমরা কম্পিউটারে প্রয়োজনীয় যে কাজ গুলো করে থাকি তা মূলত Application software-এ মাধ্যমে করে থাকি। উদাহরণ হিসেবে বলা যায়ঃ Microsoft office যেখানে আমরা কম্পিউটারে আমাদের প্রয়োজনীয় কাজের ৯৫% কাজ Microsoft office দ্বারা সম্পন্ন করে থাকি। Microsoft office-এর অন্তর্গত Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint Microsoft Access ইত্যাদি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর ৫ ভাগ কাজ সাধারণ ব্যবহারকারীদের করতে হয় না।

 

3. Desktop: The first screen that you see when any Windows operating system screen is up and running. One of the main purposes of the Desktop is to make it easier to access different application programs, files and documents.

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি