Loading..

খবর-দার

০৫ মার্চ, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহ আইসিটি শিক্ষক ফোরামের আয়োজনে শিক্ষক সম্মেলনী ২০২১ অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের উদ্যোগে গতকাল ৪ মার্চ এক শিক্ষক সম্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান।ময়মনসিংহ জেলার শিক্ষক-প্রশাসক এর যৌথ মিলনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানটি ছিল এক ব্যতিক্রমি মিলন মেলা। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালীতে অনুষ্ঠিত এ মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন ময়মমনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা , ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন, ময়মনসিংহ টিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল ইসলাম সুমন, হালুয়াঘাট উপজেলার উপজেলা চেয়ারম্যান, হালুয়াঘাট পৌরসভার পৌর মেয়র, উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত জনেরও অধিক প্রতিষ্ঠান প্রধান ও জেলা আইসিটি শিক্ষক ফোরামের ২৮৫ জন শিক্ষক/ শিক্ষিকা মন্ডলী। এ যেন ছিলো ময়মনসিংহ জেলার জেলা প্রশাসন, শিক্ষা প্রশাসন ও শিক্ষক/শিক্ষিকামন্ডলীর এক মহা মিলন মেলা। এমন ব্যতিক্রমি একটি অনুষ্ঠান ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলার আইসিটি শিক্ষক ফোরামের সম্পাদক ও নেতৃবৃন্দের সহযোগিতায় প্রোগ্রামটির আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উক্ত
দিনটি ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের নিকট যেমন আনন্দের, ঠিক তেমনি ছিল বেদনার। কারণ তারা উক্ত অনুষ্ঠানে বিদায় জানান এমন একজনকে যিনি বিগত দেড়টি বছর ধরে তিল তিল করে গড়ে উঠা ও ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামকে পরিচালনার নেতৃত্ব দেয়া সেই মহান ব্যাক্তিত্বকে। যিনি ময়মনসিংহের শিক্ষকদেরকে ভালোবেসেছিলেন নিজের প্রাণের চেয়েও প্রিয় হিসেবে। তিনি হচ্ছেন ময়মনসিংহ জেলা সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। উল্লেখ্য মোঃ মিজানুর রহমানের গতকালই ছিল শেষ কর্ম দিবস। সম্প্রতি তিনি স্বরাষ্ট মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগে বদলী হয়েছেন। এ মহান ব্যক্তির বিদায় জানাতে গিয়ে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ খুরশিদ আলম তালুকদার বলেন,
“স্যার (মোঃ মিজানুর রহমান)কে বিদায় জানিয়ে মনে হচ্ছে খুব খুব নিকট কাউকেই যেন হারালাম। স্যার যেখানেই থাকুন আপনার এই সৃষ্টি ও সৃষ্টির সন্তানদের ভুলবেন না আশা করি। স্যার তবে আজ আপনি হয়তোবা খুশিই হয়েছেন, কারণ আপনি যে বীজটি রোপন করেছিলেন মাত্র দেড় বছর আগে, সেটি আজ মহীরুহ হয়ে আলো ছড়াচ্ছে সাড়া ময়মনসিংহে। মহান রাব্বুল আলামিনের কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ এই শিক্ষক ফোরামের আলো যেন ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে।”
প্রধান অতিথির বক্তবে মোঃ মিজানুর রহমান বলেন, ময়মনসিংহের শিক্ষকরা যেমনিভাবে একত্রিত হয়ে করোনার এই ক্রান্তিকালে শিক্ষার্থীদের কথা ভেবে সারা বাংলাদেশ প্রথম ময়মনসিংহ অনলাইন স্কুল পরিচালনার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে নজির হিসেবে চালু করেছিলেন, তাছাড়া জেলা প্রশাসনে সাথে আইসিটি শিক্ষক ফোরাম যেভাবে অনলাইনের মাধ্যমে বিজ্ঞানমেলা, বিতর্ক , কুইজ সহ অনেককাজে সহযোগিতা করেছে ভবিষ্যতেও তারা প্রশাসনকে এমনিভাবে সহযোগিতা করবে বলে আশা করি। তারা উক্ত সংগঠনের মাধ্যমে বাংলাদেশের প্রায় সাড়ে দশ হাজার শিক্ষককে অনলাইনে প্রশিক্ষন দিয়েছে এবং নিয়মিত দিবে বলে আশা করছি। আমি আশা করবো এই সংগঠনটি এখন শুধু ময়মনসিংহে নয় বরং সারা দেশের শিক্ষকদেরকে নিয়ে সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ নামে নতুন আরেকটি সংগঠন গঠন করবে। সংগঠনটির উদ্দেশ্য হবে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, শিক্ষকদেরকে একুশ শতকের যোগ্য শিক্ষক ও আইসিটিতে দক্ষ, পারদর্শি হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা প্রদান। সংগঠনটি হবে একটি স্বেচ্ছাস্বেবী, উন্নয়নমূলক, সম্পূর্ন রাজনীতিমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই সংগঠন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদানরত সকল শিক্ষকের জ্ঞান, দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশা করি। আর আমি যেখানেই থাকি ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাথে থাকবো সবসময়।