Loading..

উদ্ভাবনের গল্প

০৬ মার্চ, ২০২১ ০৭:৪৬ অপরাহ্ণ

শিক্ষার্থীদের পরিবার,সমাজ,বিদ্যালয় এমনকি রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণে কাব-স্কাউট এর ভূমিকা

শিক্ষকতা হচ্ছে সম্মানজনক একটি মহান পেশা এবং পৃথিবীর সকল পেশার সেরা পেশ। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না তিনি মানুষ গড়ার কারিগরও।শিক্ষক হিসেবে আমি স্বপ্ন দেখি ছোট ছোট কোমল বাচ্চাদের হৃদয়ে স্থান নেয়া।জানিনা কতটুকু সম্ভব হয়েছ। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অনেক অভিভাবক অভিযোগ করতেন তাদের ছেলেমেয়েরা বাড়িতে কারো কথা শোনেনা কোন কাজ করতে বললে করেনা। ভাবতে থাকতাম কি করলে শিক্ষার্থীরা মা- বাবা সহ বয়োজ্যেষ্ঠদের কথা শুনবে। আমি যেমন একজন সহকারী শিক্ষক তেমন ইউনিট লিডারও। কাবিং এর ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েরা ছিল অনেক পিছিয়ে এর প্রধান কারণ প্রধান কারণ অভিভাবকের অসচেতনতা। ঠিক করলাম কিভাবে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, পরিবার সমাজ ও দেশের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করানো যায় এবং শিক্ষা দেয়া যায় ধর্ম নীতি ও নৈতিকতা সম্পর্কে আমি অভিভাবকদের সাথে আলোচনা ক্রমে শিক্ষার্থীদের কাবিংএ অংশগ্রহণে আহ্বান জানালাম। এরপর শিক্ষা দিলাম কাব আইন ও প্রতিজ্ঞা। কাব আইনঃ (১) বড়দের কথা মেনে চলা (২)নিজেদের খেয়ালে কিছু না করা  কাব প্রতিজ্ঞাঃ আমি প্রতিজ্ঞা করছি যে,(১)আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে (২) প্রতিদিন কারো না কারো উপকার করতে (৩) কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তাদের ধারণা দিতে শুরু করি ব্যাজ পদ্ধতি অর্থাৎ দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ সম্পর্কে তাদের বোঝানো হতো পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হলে বিভিন্ন কাজ তাদের করতে হবে আর যে কাজের জন্য যে ব্যাজ নির্ধারিত সে কাজগুলো করতে পারলে সে ব্যাজ তারা অর্জন করবে। কাব আইন, প্রতিজ্ঞা, ব্যাজপদ্ধতি আরো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেখা যাচ্ছে ছেলেদের চাইতে মেয়েরা এখন অনেক এগিয়ে। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম কুচকাওয়াজ এর মাধ্যমে দিবস উদযাপন, আমন্ত্রিত অতিথি কে সম্মান প্রদর্শন, সফলতায় পুরস্কার গ্রহণ, স্টুডেন্ট কাউন্সিল গঠনে যথাযথ ভূমিকা পালন এসব এখন তারা করে থাকে। পরিবারের ক্ষেত্রে বলি ছোট ছোট বিভিন্ন কাজ যেমনঃ কাপড় গুছান,   বড়দের অজুর পানি দেয়া, হাঁস-মুরগি তোলা,গাছ লাগানো, ঝাড়ু দেয়া এসব এখন তারা করে। আশা করছি পরিবার,সমাজ, বিদ্যালয় এমনকি রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে সৎ, যোগ্য, সুনাগরিক ও দেশ প্রেমিক হয়ে তারা গড়ে উঠবে। আগে যে সব অবিভাবকরা তাদের মেয়েদেরকে কাব স্কাউট অংশগ্রহণ করতে দিতেন না এখন তাদের সন্তানদের পজিটিভ মনোভাব দেখে স্বেচ্ছায় কাব স্কাউট অংশগ্রহণ করার জন্য বলেন। শিক্ষার্থীদের মনোভাব দেখে আমি আনন্দিত এবং কাব- স্কাউট এর মাধ্যমে তাদের ভালো ধারণা দিতে পেরেছি বলে আমি নিজেকে সফল মনে করছি।