Loading..

উদ্ভাবনের গল্প

১৬ মার্চ, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ

স্বপ্নপূরণের গপ্পো

চতুর্থ শিল্প বিপ্লবের দাড়গোড়ায় দাড়িয়ে আমাদের শিক্ষাব্যবস্থা।এ পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াতে শিক্ষকদের আইসিটি শিক্ষার বিকল্প নেই। এ অবস্থায় শিক্ষক বাতায়ন এবং মুক্তপাঠ হতে পারে শিক্ষকদের আইসিটি শিক্ষায় সহায়ক।

শিক্ষক বাতায়নে নিজ উপজেলার অবস্থা অনেক করুন, শিক্ষকদের মধ্যে আইসিটি সম্পর্কে কোনো আগ্রহ নেই । সিনিয়র আ্যম্বাসেডরদের মধ্যেও এ বিষয়ে কোনো আগ্রহ নেই। এ অবস্থা আমায় অনেক ব্যথিত করলো।আমি অনুভব করলাম শিক্ষক বাতায়নের একজন আ্যম্বাসেডর হিসেবে আমার দায়িত্ব বাতায়নের জন্য কিছু  একটা করার,শিক্ষকদের মধ্যে আইসিটি সম্পর্কে আগ্রহ তৈরি করার।প্রথম দিকে এ বিষয়ে সিনিয়র আ্যম্বাসেডর মাহবুব স্যার ছাড়া কারো সাহায্য পাইনি। আমরা ফেসবুকে লেখালেখির মাধ্যমে শিক্ষকদের শিক্ষক বাতায়ন ব্যবহার এর গুরুত্ব, মুক্তপাঠ সম্পর্কে ধারণা দেয়া শুরু করলাম।আর পিছনে তাকাতে হয়নি, আমরা রাত জেগে জেগে ইনবক্সে তথ্য নিয়ে, বিভিন্ন পুরষ্কার ঘোষণা করে শিক্ষকদের বাতায়নে সদস্য করা শুরু করলাম। ৩৪ থেকে আমরা ২০০ সদস্যে পরিণত হলাম।পরবর্তীতে আমাদের এ যুদ্ধে সিনিয়র আ্যম্বাসেডর ভাইরা, উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমি নিজেকে গর্বিত মনে করি কারণ প্রাথমিকে নিজ উপজেলায় বাতায়নের ঝড়টা আমি উঠাতে পেরেছি। ৩১ ডিসেম্বর ২০২০ এ বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিকের শতভাগ সদস্য শিক্ষক বাতায়নে সদস্য হয়।