Loading..

খবর-দার

২৩ মার্চ, ২০২১ ০৯:৫০ অপরাহ্ণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধান ও ICT শিক্ষকদের নিয়ে শিক্ষক বাতায়নে অনলাইন স্কুল যুক্ত করণ, প্রোফাইল শতভাগ আপডেটকরণ,অনলাইন রুটিন তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধান ও ICT তে দক্ষ শিক্ষকদের নিয়ে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বাতায়নে অনলাইন ক্লাশ আপলোড, অনলাইন স্কুল যুক্ত করণ, শিক্ষক বাতায়নের প্রোফাইল শতভাগ আপডেটকরণ, শিক্ষক বাতায়নে অনলাইন রুটিন তৈরি , মুক্তপাঠ ও MMC বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: ফারুক আহমদ । প্রশিক্ষক হিসেবে আমরা দু'জন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, ICT4E জেলা অ্যাম্বাসেডর, কুমিল্লা এবং মো: মহসিন আলম সহকারী শিক্ষক, টাকই উচ্চ বিদ্যালয়।
+4