Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ এপ্রিল, ২০২১ ০৮:৫৪ অপরাহ্ণ

#যে_গল্পের_গল্পকথা_হয়ত_অনেকে_জানেন_না
গত বছর লক ডাউন শুরু হলো। বিভিন্ন বিভাগে অনলাইন ক্লাস শুরু হলো।তখনোও আমরা কেউ অনলাইন ক্লাস কি জানিনা, OBS সফটওয়্যার সম্পর্কে কোন ধারণা নেই। ক্লাস স্ট্রিমিং কি ভাবে করে আমরা জানিনা। আর কত সমস্যা।
ঠিক সেই সময় অভয়ের বানী দিয়ে বললেন আমি OBS ডাউনলোড দিয়েছি। মনে হয় ক্লাস স্ট্রিমিং করতে পারবো।
তারপর উনার এই ভরসাকে পুঁজি করে শুরু হলো " সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল" এর যাত্রা।
তারপর প্রতিদিন নিজের মোবাইলের এমবি দিয়ে প্রথমে ৬/৭ জিবি করে প্রতিটি ক্লাস ডাউনলোড দিতেন।
এমনও দিন গেছে রাতে ক্লাস ডাউনলোড দিয়ে গুমিয়েছেন সকালে উঠে দেখছেন তখনোও ডাউনলোড হচ্ছে।
তারপর এডিটিং করে নিজের মোবাইলের এমবি দিয়ে প্রতিদিন ৬ টি করে ক্লাস স্ট্রিমিং করতেন।
এভাবে টানা দেড় মাস নিরবিচ্ছিন্ন ভাবে অনলাইন ক্লাস চালিয়েছিলেন।
# এরই মাঝে অনেককে ক্লাস রেকর্ড করে দিয়েছেন।
# অনেকের ক্লাস এডিটিং করে দিয়েছেন
# দিয়েছেন অনেককে OBS এর উপর ট্রেনিং
# অনেকে ক্লাস পাঠিয়েছেন কিন্তু শো করছে না। পরে পুরো ক্লাসটি আবার নতুন করে সাজিয়েছেন।
# অনেকে ক্লাস পাঠিয়েছেন কিন্তু ভয়েস নাই।
# অনেকে ক্লাস পাঠিয়েছেন কিন্তু লাইট নাই
# আবার অনেকে ক্লাস পাঠিয়েছেন কিন্তু ক্লাসটি "সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল" এর মানদন্ডের সাথে যায় না।
তখন দ্রুত সময়ে অন্য একজন স্যারের কাছ থেকে সংগ্রহ করে তা প্রচার করা।
# পাশাপাশি দক্ষিন সুরমা অনলাইন স্কুলের ক্লাস নিয়মিত চালিয়েছেন দায়িত্ব নিয়ে রেজাউল স্যারের সাথে সমান তালে
>বাজারে গিয়েছেন অর্ধেক বাজার করে ফিরে গেছেন কারণ ক্লাস স্ট্রিমিং।
>দাওয়াতে গিয়েছেন সেখানেও ল্যাপটপ সাথে। কারণ সময় মত ক্লাস অনলাইনে দিতে হবে।
>এরকম শত শত সমস্যা ছিল তা ঠান্ডা মাথায় সমাধান করে নিরবিছিন্নভাবে চালিয়ে নিয়েছিলেন আমাদের "সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল" কে।
স্যলুট আপনার এই কর্মকান্ড কে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এটুআই ও শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষকে এই রকম একজন নিঃস্বার্থ ও গুনি মানুষ কে এই পাক্ষিকে "সেরা অনলাইন পারফর্মার" নির্বাচিত করার জন্য।
আমরা আপনার এই অবদানকে চিরদিন সশ্রদ্ধ চিত্তে স্বরণ করবো।
দোয়া করি জীবনের সর্বাবস্থায় পরিবারের সবাইকে নিয়ে সব সময়
"ভালো থাকুন,ভালো রাখুন"।আমিন

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি