Loading..

উদ্ভাবনের গল্প

০৮ এপ্রিল, ২০২১ ০২:৫০ পূর্বাহ্ণ

ইংরেজি শব্দ উচ্চারন কৌশল

ইংরেজি বর্ণমালার পরিচয় করানোর শুরুতেই আমরা গতানুগতিক ভাবে Alphabet এর নাম শেখাই । যেমনঃ A(এ) , B(বি) , C(সি)। শিশুদের আমরা এদের sound এর সাথে পরিচয় করিয়ে দেই না।যেমনঃ A (অ্যা), B(বা) ,C(কা), D(ডা), E(এ) .......।

যার ফলশ্রুতিতে আমাদের দেশের শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পরে যায়। Cat তো (চেট) হওয়ার কথা, এটা (কেট) হয় কিভাবে বা Egg তো (ইগ) হওয়ার কথা এটা (এগ) হলো কিভাবে।

কিন্ত আমরা যদি শুরুতেই শিশুদের English Alphabet sound এর সাথে পরিচয় করিয়ে দেই তাহলে তাদের ইংরেজি pronunciation খুব সহজে এবং দ্রুত আয়ত্ত করতে পারবে।

আমি আমার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের যেভাবে শিখিয়েছি

১) প্রথমে বোর্ডে A লিখেছি  । তারপর বলেছি এটা একটা ছবি । এটার নাম  "এ"। এটার sound (অ্যা)। 

২) এভাবে প্রত্যেকটি Alphabet .

৩) তারপর শব্দের উচ্চারনের সাথে sound এর ব্যবহার ।যেমন ঃ Apple এর উচ্চারন করার সময়  অ্যা পা পা ল এ = অ্যাপল

                                                                                   Cat -   কা   অ্যা  টা = ক্যাট

                                                                                    Ball-  বা    অ্যা   ল =বাল

                                                                                    Good-  গা  আ  আ  ডা  = গড

ফলাফল

এই strategy অবলম্বন করে আমি খুব দ্রুত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি শব্দ উচ্চারনে দক্ষতা বৃদ্ধি করতে সফল হয়েছি।