Loading..

প্রেজেন্টেশন

২৭ মে, ২০২১ ০৯:৪৫ অপরাহ্ণ

&& কবে সীমাহীন দুর্নীতি দূর হবে - দেশ থেকে? &&

&& জবাবদিহিতার অভাব, সীমাহীন লোভের কারণে দুর্নীতি &&


বাংলাদেশে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে৷ এর প্রধান কারণ হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের জবাবদিহিতার অভাব, সীমাহীন লোভের মতো বিভিন্ন কারণকে দায়ী করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায় অনেক পাঠক৷

তাহের সরদার মনে করছেন, ‘‘সীমাহীন লোভ এবং মনুষ্যহীনতা ও উচ্চবিলাসিতা আর মানুষের মনে সৃষ্টিকর্তার ভয় না থাকাই বাংলাদেশে দুর্নীতি বাড়ার কারণ৷

অন্যদিকে জলিল আহমেদের ধারণা, সব ক্ষেত্রে দলীয়করণ ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কারণেই দুর্নীতি বেড়েছে৷

সাইুল ইসলাম ইয়েমিনের মতে দুর্নীতি বাড়ার কারণ হচ্ছে, ‘‘জবাবদিহিতার অভাব!'' তাঁর কথায়, ‘‘রাষ্ট্রপরিচালনার দায়িত্বে যাঁরা থাকেন, তাঁরাই বেশি দুর্নীতিগ্রস্ত...৷''

বাংলাদেশে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণগুলো একটু বিস্তারিতভাবে জানাতে গিয়ে সাঈদ রহমান সরদার লিখেছেন, ‘‘প্রাধান কারণ, একটি ভালো, সুষ্ঠু নির্বাচন হয়নি আমাদের দেশে৷ তাই আইনের শাসন সঠিকভাবে পালন হচ্ছে না আর রাজনীতিবিদদের জায়গায় ব্যবসায়ীরা ঢুকে গেছেন৷ ছাত্র ও যুবনেতা নামধারীরা রাতারাতি ধনী হওয়ায় জন্য অনেক ধরনের অপকর্ম করছেন৷''

তবে অভিরাজ বর্মন সাগরের মতে, দুর্নীতি বাড়ার মূল কারণ হলো মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি৷ তিনি বলেছেন যে, কর্মজীবীদের মাসিক আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি৷ অর্থাৎ দ্রব্যমূল্য ও চাহিদা যে হারে বাড়ছে, সে হারে আয় বাড়ছে না৷ আর এটাই দুর্নীতির কারণ৷

‘‘রাজনৈতিক অস্থিরতাই দুর্নীতি বাড়ার মূল কারণ৷ এছাড়া রয়েছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দায়িত্ব পালনে ব্যর্থতা, রাজনেতিক নিয়ম অবহেলা করা ইত্যদি৷'' এই মন্তব্য নিলয় আহমেদ নিরের৷

পাঠক ফারুক হোসেনও দুর্নীতি বাড়ার কারণের জন্য বাংলাদেশের রাজনীতিকদেরই দায়ী করছেন৷ ডয়চে ভেলের ফেসবুক পাঠক সোহাগ আহমেদও তাই মনে করেন বলে জানিয়েছেন৷

আলম আজিজ ও ইয়াকুব আলী ইমামও ফারুক হোসেনের সাথে একমত৷

রকিবুল হাসান দুর্জয় ব্যঙ্গ করে ফেসবুকে লিখেছেন, ‘‘বাংলাদেশ দুর্নীতির নতুন ক্ষেত্র আবিষ্কার করেছে, যা বিশ্ববাসীরর কাছে অজানা৷ তাই আমরা ১৩ নম্বরে৷ নইলে আমাদের পিছনে ফেলবে এমন দেশ এখনো পৃথিবীতে জন্মায়নি৷''

রসিকতায় নুরুজ্জামান নূরও পিছিয়ে নেই৷ তাঁর মন্তব্য, ‘‘কিছু বলবো না, আমরা বাঙালিরা কোন শিক্ষায় শিক্ষিত৷''

অবৈধ ক্ষমতার জন্য দুর্নীতি বেড়েছে বলে মনে করেন মো. আলতাফ৷ আবার মানুষ দুর্নীতি করে ‘‘বিয়েতে খরচ করার জন্য''৷ মজা করে এই মন্তব্য করেছেন মাসুদ ভুইয়া৷

দেশের মানুষ লোভী ও অসৎ৷ এর সঙ্গে রয়েছে সুশিক্ষার অভাব৷ এ সব কারণেই দুর্নীতি বাড়ছে বাংলাদেশে৷ এই ধারণা নজরুল ইসলাম মিল্কি, দীপু রহমান ও সোহেল হোসেনের৷

বাংলাদেশে দুর্নীতি এতটাই বেড়ে গেছে যে মো. আবদুল মোত্তাকিবের ভাষায়, ‘‘বাংলাদেশের আকাশ-বাতাসও দুর্নীতিগ্রস্ত৷''

@@@@@@@@@@@@@@@@@@@@@@

মো: নাজমুল হক শামীম

সহকারি শিক্ষক

থুপসারা সেলিমীয়া দাখিল মাদরাসা

কালাই, জয়পুরহাট।

জেলা অ্যাম্বেসেডর, জয়পুরহাট।

মোবাইল : ০১৭২১৭০৭৪৫৫

ই-মেইল : [email protected] 


 শিক্ষক বাতায়ন লিংক :

https://www.teachers.gov.bd/profile/atnazmul81


ফেসবুক লিংক ;

https://www.facebook.com/nazmulhaqueshamim.shamim