Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৩ জুন, ২০২১ ০৮:০২ অপরাহ্ণ

যুম আর গুগল মিটের ব্যবহার

শিক্ষার মান উন্নয়নে আর ও এক ধাপ এগিয়ে নিতে অনলাইন ক্লাস,এসাইনমেন্ট এর পাশাপাশি স্থান করে নিয়েছে যুম এবং গুগল এপ্স যা শিক্ষার মানকে ত্বরান্তিত করতে পারছে প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিভার্সিটির শিক্ষক সহ শিক্ষার্থীর যে এক মেলবন্ধন তৈরি হতে পারে তা এই করোনা পরিস্থিতি না আসলে ভার্চুয়াল জগতের এত কিছু হয়ত এত দ্রুত জানা সম্ভব হতনা।যা হোক আমরা এভাবেই এগিয়ে যাব, দেশ এগিয়ে যাবে।সবাই এখন প্রায় ভার্চুয়াল জগতের সাথে মিশে গেছে।গুগল মিট আর যুমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলা থেকে ক্লাস নিতে পারছি।ধন্যবাদ সবাই কে আসুন আমরা গুগল মিট আর যুমের ব্যবহার করে শিক্ষাকে আর ও একধাপ এগিয়ে নিই আর নিজে জানি অন্যকে জানার সুযোগ করে দিই।আমরা  এম্বাসেডর হিসেবে এইকাজ গুলোকে অন্যদের শেখাতে আর নিজেরা ব্যবহার করতে উব্ধধ্য হই।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি