Loading..

প্রকাশনা

০৯ ডিসেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

গ্রন্থাগারিকদের জন্য ডিসেম্বর মাসে বিশেষ এমপিও
২০১৩ সালের ৩১ শে জানুয়ারি মধ্যে যোগদানকারী ও এমপিওর জন্য আবেদনকারী সহকারি গ্রন্থাগারিকদের একটি বিশেষ এমপিও-এর মাধ্যমে এমপিওভুক্ত করা হবে। ইতিপূর্বে যাদের নাম অধিদপ্তরের বাছাই কমিটি কর্তৃক প্রস্তুতকৃত তালিকায় রয়েছে শুধু তারাই পাবেন। নতুন করে কেউ তালিকায় নাম লেখাতে পারবেন না। গত ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিওভুক্তির চূড়ান্ত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। মহাপরিচালক ওই বৈঠকের কার্যবিবরণীতে স্বাক্ষর করেন ৩রা ডিসেম্বর। সহকারি গ্রন্থাগারিকরা নভেম্বর মাসের বেতন বকেয়া হিসেবে পাবেন। তাই ডিসেম্বরসহ মোট দুই মাসের বেতন একসঙ্গে পাবেন বলে এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত হয়। একজন এমপিও কর্মকর্তা জানান, দুই মাসের বেতনের টাকা একসঙ্গে হাতে পাবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি