Loading..

মুজিব শতবর্ষ

১৯ জুন, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ণ

ছয় দফা আর কারও নয়, বঙ্গবন্ধুর একান্ত চিন্তার ফসল - ড. কাজী এরতেজা হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছরের একটি উদ্ধৃতি দিয়েই আজকের লেখাটি শুরু করছি। শেখ হাসিনা বলেছিলেন, ‘ছয় দফা আর কারও নয়, বঙ্গবন্ধুর একান্ত চিন্তার ফসল। অনেকেই ছয় দফা দাবি নিয়ে অনেক কথা বলেন। কিন্তু, আমি ব্যক্তিগতভাবে জানি যে এটা (ছয় দফা দাবি) বঙ্গবন্ধুর একান্ত চিন্তার ফসল।’ আমিও ব্যক্তিগতভাবে এটাই বিশ্বাস করি। আমাদের প্রজন্মের অনেকের সামনে ঐতিহাসিক ছয় দফা নিয়ে অনেকেই ভিন্নতার কথা বললেও বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুই আমাদের মুক্তির সনদ পেশ করেছিলেন। আরও একটি বিষয় উল্লেখ করেই ছয় দফার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিশ্লেষণে যেতে চাই। ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ-এর পূর্ব পাকিস্তান প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি এই যে ৬ দফা দিলেন তার মূল কথাটি কী?’ আঞ্চলিক ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শেখ মুজিব :‘আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই। একটু ঘুরাইয়া কইলাম।’ এছাড়া, বঙ্গবন্ধুকে বিবিসি বাংলা বিভাগের সাংবাদিক যখন ৬ দফাকে সংক্ষেপে বুঝিয়ে দিতে বলেছিলেন, তখন উত্তরে বলেছিলেন ৬ দফা মানে ৩ দফা : ১. কতো নিছো? ২. কবে দিবা? ৩. কবে যাবা?

প্রকৃত অর্থেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফাকে স্বাধীনতার এক দফায় পরিণত করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ মূলত রচিত হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা থেকেই। এটি ছিল রাজনীতিতে বঙ্গবন্ধুর দূরদর্শী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। যেটাকে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়। বাঙালি জাতীয়তাবাদের উত্থানের ইতিহাসে ছয় দফার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর এই ছয় দফায় পাকিস্তানি শাসকের ভিত এতোটাই কেঁপে গিয়েছিল যে ‘আপত্তিকর বক্তব্য’ দেওয়ার অজুহাতে তাকে গ্রেফতার করা হয়। ১৯৬৬ সালের ৮ মে থেকে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি অর্থাৎ একটানা ৩৩ মাস কারাবন্দি ছিলেন প্রিয় নেতা। বঙ্গবন্ধুর ১৪ বছরের কারাজীবনে এটাই ছিল দীর্ঘ কারাবাস।১৯৬৬ সালের ছয় দফার ভিত্তিতে ১৯৬৯’র গণঅভ্যূত্থান ব্যাপকতা পায়। আর ১৯৭০ সাল পর্যন্ত ছয় দফার ভিত্তিতেই স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন পরিচালিত হয়। মূলত ছয় দফা আন্দোলনকে কেন্দ্র করেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। বঙ্গবন্ধু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, ছয় দফার বাস্তবায়ন ছাড়া বাঙালির জাতীয় মুক্তি সম্ভব নয়। তাই এই অকুতোভয় বীর দ্বিধাহীন চিত্তে বলতে পেরেছিলেন, ‘সরাসরি রাজপথে যদি আমাকে একা চলতে হয়, চলব। কেননা ইতিহাস প্রমাণ করবে বাঙালির মুক্তির জন্য এটাই সঠিক পথ।’ ষাটের দশকের গোড়ার দিকে বঙ্গবন্ধু যখন তৎকালীন নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির নেতা মণি সিং এবং খোকা রায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, তখন তাঁর ভাবনায় ছিল কেবল একটি ধারণা। আর তা হলো-পূর্ব বাংলার বাঙালির স্বাধীনতা। সেই বৈঠকে বঙ্গবন্ধু বলেন, ‘গণতন্ত্র-স্বায়ত্বশাসন এসব কোন কিছুই পাঞ্জাবিরা দেবে না। কাজেই স্বাধীনতা ছাড়া বাংলার মুক্তি নাই। স্বাধীনতাই আমার চূড়ান্ত লক্ষ্য’ (সাপ্তাহিক একতা, ১৯ আগস্ট, ১৯৮৮)।১৯৬২ সনে আশারামবাড়ী হয়ে বঙ্গবন্ধুর আগরতলা যাওয়ার কারণও ছিল একই লক্ষ্য অর্জনে। সম্প্রতি প্রকাশিত এক গ্রন্থে উল্লেখ করা হয় যে 'the Awami League supremo Sheikh Mujibur Rahman arrived in Agartala to meet Sachindralal Singha, the chief minister of Tripura  and made it clear that 'Bengalis could no longer live with honour and hope with Pakistan' (Subir Bhaumik, The Agartala Doctrine, 2016, p. 13)|পাকিস্তানের আধিপত্য থেকে বেরিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন এবং অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির প্রধান উদ্দেশ্য। স্বাধীনতা যেমন একদিনে অর্জিত হয়নি, তেমনি স্বাধীনতা সংগ্রামের এ পথ কখনই মসৃণ ছিল না। সময়োপযোগী রাজনৈতিক কৌশল রচনা ও অবলম্বন এবং তার যথাযথ প্রয়োগের মাধ্যমে বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালি জাতিকে পৌঁছে দেন স্বাধীনতার লক্ষ্যে। ঐতিহাসিক ছয় দফা তেমনি এক কৌশল। ছয় দফা কর্মসূচির দুটি স্বতন্ত্র দিক রয়েছে। একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সম্পর্কিত, অন্যটি অর্থনৈতিক। তবে, একটি অপরটির পরিপূরক, যেখানে অর্থনৈতিক বিষয়টি ছিল ফোকাস, আর রাজনৈতিক স্বাধীনতা অর্জনই ছিল চূড়ান্ত লক্ষ্য। ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে লাহোরে পাকিস্তান সর্বদলীয় রাউন্ড টেবিল বৈঠকে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি উপস্থাপন করেন। এই কর্মসূচি বাস্তবায়নের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য যাই থাকুক না কেন, কৌশলগত দিক থেকে বঙ্গবন্ধু ছয় দফায় পূর্ব-পশ্চিম পাকিস্তানের মাঝের অর্থনৈতিক বৈষম্যের কারণ এবং দুই প্রদেশের ফেডারেশনের মাঝে বৈষম্যের সমাধানের দিকটি প্রাধান্য দেন। একই ধারায় ছয় দফার উপর প্রথম যে প্রচারপত্রটি প্রকাশিত হয় তার শিরোনামও ‘আমাদের বাঁচার দাবি :৬-দফা কর্মসূচি’ (শেখ মুজিবুর রহমান, কারাগারের রোজনামচা, ২০১৭, পৃ. ৩০৮-৩২০)। অনুরূপভাবে, তার কয়েক মাস পর [৭ই জুন ১৯৬৬] কারাগারে থাকাকালীন তিনি তাঁর ডাইরিতে লিখেন ‘তারা [পূর্ব পাকিস্তানের জনগণ] ছয় দফা সমর্থন করে কারণ তারা মুক্তি চায়, বাঁচতে চায়, খেতে চায়, ব্যক্তি স্বাধীনতা চায়’ (শেখ মুজিবুর রহমান, কারাগারের রোজনামচা, ২০১৭, পৃ. ৬৯)।রাজনৈতিক স্বাধীনতার লক্ষ্যে স্থির থেকে, অর্থনৈতিক দিকটি সামনে নিয়ে আসা একটি কৌশল ছিল মাত্র। অবশ্যই বুঝতে হবে যে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তখনও পরিচালিত হচ্ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এবং বঙ্গবন্ধু ভালো করেই জানতেন, তাঁর যে কোন একটি ভুল পদক্ষেপ পূর্ব বাংলার জনগণের বৈধ এবং ন্যায়সঙ্গত আন্দোলনকে শাসকশ্রেণি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করবে। শেখ মুজিব তখন সবকিছু তাঁর কাঁধে তুলে নিলেন। ক্যারিশম্যাটিক নেতা ছিলেন তিনি। একজন অসাধারণ বাগ্মী ছিলেন। ১৯৬৬ থেকে ৭০ এই চার বছরে তিনি সবাইকে ছাড়িয়ে গেলেন। ছয় দফা আন্দোলন তাকে সাহায্য করলো বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলনের একজন প্রতীক হয়ে উঠতে। ছয় দফা ঘোষণার পাঁচ বছর পর বাংলাদেশের জন্ম হয় এবং শেখ মুজিবুর রহমান হন তার প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। আজ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের আশা ভরসার স্থলে পরিণত হয়েছে জাতির পিতার কন্যা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণেই আমরা এখন গর্বিত জাতিতে পরিণত হয়েছি। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের রোল মডেল। আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন শেখ হাসিনা। তাই আমাদের সকলের উচিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে দেশকে অর্থনৈতিক মুক্তির সোপানে নিয়ে যাওয়া। আমরা এটাও প্রত্যাশা করি, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ এবং ২০৪১ এর আগেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে, যেখানে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 
লেখক :সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের পাতা, দ্য পিপলস টাইম
সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ
সদস্য, কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ
পরিচালক, এফবিসিসিআই
প্রতিষ্ঠাতা সভাপতি, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি