সেরা উদ্ভাবক: কী এবং কেমন হবে আপনার গল্প

বাতায়ন কর্তৃপক্ষ ১৭ নভেম্বর, ২০২২ কমেন্ট

সুপ্রিয় সহকর্মী বন্ধুগণ, বিগত অক্টোবর ২০১৯ হতে শিক্ষক বাতায়ন নতুন রূপে যাত্রা শুরু করেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডিজাইন, সুবিধা, সেবা এবং পেশাগত দক্ষতা অর্জনের দিক থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে বাতায়নে। সময়ের প্রয়োজনে এবং আপনাদের চাহিদার কারণেই এই পরিবর্তন। এটি একটি নিয়মিত কাজ এবং আগামীতে হয়তো আরো ভিন্নতা, ন্যানো টেকনোলজি, প্রজেক্ট লার্নিং, রিসার্চ লার্নিং, পেশাগত চ্যালেন্জ এবং বেস্ট প্র্যাকটিস নিয়ে বাতায়নকে ভাবতে হবে। শিক্ষকদের মোটিভেশন এবং রিকগনিশনের জন্য বাতায়ন চারটি ক্যাটাগরিতে (সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মার এবং সেরা নেতৃত্ব) শিক্ষক নির্বাচন করছে। সেরা উদ্ভাবক পর্বে অংশগ্রহণের জন্য অনেকেই তাদের গল্প আপলোড করছেন। অনেক উদ্ভাবনী গল্প আমাদের মুগ্ধ করেছে। আবার অনেকগুলো মানদণ্ডে পিছিয়ে আছে। কী থাকতে হয় একটি উদ্ভাবনী গল্পে? আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন তা আগে কেমন ছিল? আপনি কী কী ইন্টারভেনশন দিয়েছেন (কী কী কাজ করেছেন)? এর ফলে শিক্ষার্থীদের মধ্যে কী পরিবর্তন এসেছে? আগে শিক্ষার্থীদের কী অসুবিধা হতো? স্টেকহোল্ডারগণ আপনার উদ্ভাবনকে কীভাবে দেখছেন? এটি পরবর্তীতে স্থায়ী হবে কি না? আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে কি না? আপনি না থাকলেও উদ্যোগটি চলমান থাকবে কি না? এমন কিছু প্রশ্ন মাথায় নিয়ে আপনাকে উদ্ভাবনী গল্প তৈরি করতে হবে। স্টোরি দেখে নির্বাচকগণ এই ধরনের কিছু প্রশ্নের উত্তর খুঁজবেন আর আপনাকে সেরা উদ্ভাবক হিসেবে ঘোষণা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে চাই নতুন নতুন উদ্ভাবনী গল্প।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য