শ্রদ্ধা-ভক্তির এ কাল-সেকাল

শ্রদ্ধা-ভক্তির এ কাল-সেকাল
আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে যখন ছাত্র ছিলাম,তখন ছিল শ্রদ্ধা-ভক্তির সোনালী যুগ ।সকল স্তরে বডদের সালাম, শ্রদ্ধা-ভক্তি করাই যেন একটা রেওয়াজ।আর তা রপ্ত করাই ছিল একজন শিক্ষার্থীর দৈনন্দিন রুটিনের একটি অংশ
সেকালের রূপচিত্রঃ- (১) বড়দের দেখলে সালাম দেওয়া সম্মান করা।
(২)গুরুজন ,শিক্ষক, পরম পূজনীয় ব্যক্তিদের পা ধরে সালাম করা।
(৩)বয়োবৃদ্ধ / পিতা মাতা/ অসহায়দের কাজে সহায়তা করা।
(৪)বাবা মার সাধ্যানুয়াজী যা দিতে পারে তা নিয়ে সন্তুষ্ট থাকা।
(৫)মিথ্যা না বলা সত্যকে প্রতিষ্ঠা করা।
(৬) শিক্ষা গ্রহণ করে পিতা মাতার আকাংখা পূরণ করা।
(৭) চুরি ও মিথ্যাকে পাপ হিসাবে দেখা ।
(৮) চাল চলন ও রুচি বোধ উন্নয়ন করা।
এ কালের রুপ চিত্রঃ
(১) বয়োবৃদ্ধ / পিতা মাতা/ অসহায়দের সম্মানের পরিবর্তে উপহাস করা।
(২) আদেশ নিষেদ অমান্য করাকে কৃতিত্ব মনে করা ।
(৩) গুরুজন ,শিক্ষক, পরম পূজনীয় ব্যক্তিদের আদেশকে অবজ্ঞা করা।
(৪) মূল কাজ লিখা পড়া ছেড়ে দিয়ে অন্য কাজে যুক্ত হওয়া।
(৫) চাল চলন ও রুচিবধের অবক্ষয় ঘটিয়ে নিজকে আধুনিক মনে করা।
(৬) নিজকে বড় মনে করা,মিথ্যাকে
প্রতিষ্ঠিত করা, যুক্তির মাধ্যমে নিজেকে জাহির করা।
মোঃ আমির হোসেন
প্রধান শিক্ষক
পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়

সাম্প্রতিক মন্তব্য


মোঃ হাসনাইন
ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । চমৎকার নির্মাণের জন্য লাইক, কমেন্ট ও রেটিংসহ শুভেচ্ছা ও ভালবাসা রইল । আমার কনটেন্ট দেখে লাইক, রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ হাসনাইন
ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । চমৎকার নির্মাণের জন্য লাইক, কমেন্ট ও রেটিংসহ শুভেচ্ছা ও ভালবাসা রইল । আমার কনটেন্ট দেখে লাইক, রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ হাসনাইন
ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । চমৎকার নির্মাণের জন্য লাইক, কমেন্ট ও রেটিংসহ শুভেচ্ছা ও ভালবাসা রইল । আমার কনটেন্ট দেখে লাইক, রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।

অচিন্ত্য কুমার মন্ডল
পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল ।শ্রেনী উপযোগী ও মান সম্মত কন্টেন্ট তৈরি করার জন্য ধন্যবাদ। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আশা করছি ঘরে থেকে করোনার বুরুদ্ধে লড়াই করে যাচ্ছেন এবং নিজের পরিবারকে সংরক্ষন সহ সহযোগিতা করে যাচ্ছেন। সেই সাথে আসুন আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি খেয়াল রাখি যেন তারা সঠিক এবং সহজ উপায়ে শিক্ষতে পারে। ধন্যবাদ সকলকে। https://www.teachers.gov.bd/content/details/564429

মোঃ আবুল হোসেন
সুন্দর, শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করার জন্য এবং বাতায়নকে সমৃদ্ধ করার জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন । এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইলো এবং করোনা ভাইরাস থেকে নিজে নিরাপদ থাকুন ও অন্যকে নিরাপদ থাকতে সহায়তা করুণ।
মতামত দিন