Cyclone/ঘূণিঝড়ের নামকরণ কারা, কিভাবে করে?

ঘূণিঝড়ের নামকরণ কারা, কিভাবে করে?
বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে।
যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ।
দেশগুলো হচ্ছে:
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান।
যাদের প্যানেলকে বলা হয় WMO / ESCAP
World Meteorological Organization
United Nations Economic and Social Commission for Asia and the Pacific
২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলো ঝড়ের নামকরণ শুরু হয়।
সে সময় আটটি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে।
ধন্যবাদ।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ নাজমুল হক
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভেচ্ছা, আমার ছবিতে ক্লিক করে আমার কন্টেন্ট দেখে পরামর্শ, লাইক ও পূর্ণ রেটিং প্রদানের অনুরোধ রইলো।
মতামত দিন