প্রাণের বাতায়ন ও কিছু কথা- মোঃ ইমাম জাফর সাদেক, মোগলবাসা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, কূড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।

শ্রেণি পাঠদানে প্রযুক্তির
ব্যবহার শিক্ষন-শেখানো কার্যক্রমকে অনেক বেশি কার্যকর করে তোলে। বিষয়টির গুরুত্ত্ব
বুঝতে পেরে ২০১২ সালে শিক্ষক বাতায়ন নামের এই প্লাটফরমটি তৈরি হয়। শুরুতেই ভিন্ন নামে
হলে পরবর্তীতে তা “শিক্ষক বাতায়ন” করা হয়। পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট
তৈরির জন্য দেশের সকল বিষয়ের শিক্ষকগণকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। প্রথম দিকে ICT4ESHSP নামের শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে
এটি পরিচালিত হলেও পরবর্তীতে TQI প্রকল্পটির দায়িত্ব নেয় এবং দেশের হাজার হাজার শিক্ষককে
প্রশিক্ষিত করে তোলা হয়। দেশের প্রায় ৪ লক্ষ শিক্ষক এখন বাতায়নের সদস্য। তাঁরা প্রতিদিনই
নতুন নতুন কন্টেন্ট আপলোড করছেন। অনেকেই সেই কন্টেন্ট ডাউনলোড করে তা ব্যবহার করে ক্লাশ
নিচ্ছেন। এর ফলে গতানুগতিক ধারার পাঠ কার্যক্রমে এসেছে ব্যাপক পরিবর্তন। কিন্তু কিছু
কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কেউ কেউ অন্যের কন্টেন্ট শুধু নিজের নাম পরিবর্তন করে আপলোড
করে দিচ্ছেন। কাজটি নৈতিকতা পরিপন্থি। একজন শিক্ষকের জন্য মোটেও তা শোভনীয় নয়। সম্মানিত
শিক্ষকগণের নিকট অনুরোধ- Ø
২। প্যাডাগোজি অনুসরণ করুন। Ø
৩। মডেল কন্টেন্ট ও সেরা
কন্টেন্ট নির্মাতার কন্টেন্ট ডাউনলোড করে দেখুন, সে অনুযায়ী নিজের কন্টেন্ট তৈরি করুন। Ø
৪। বাতায়নে নিয়মিত হউন। Ø
৫। অন্যের কন্টেন্ট এডিট
করে আপলোডের ক্ষেত্রে তাঁর অনুমতি নিন এবং পরিচিতি স্লাইডে তা উল্লেখ করুন।

সাম্প্রতিক মন্তব্য


মুহাম্মদ খালিদুর রহমান মানিক
লাইক, পূর্ণ রেটিং সহ সুন্দর লেখার জন্য ধন্যবাদ স্যার।

মোছাঃ শিউলী বেগম
লাইক, পূর্ণ রেটিং সহ সুন্দর লেখার জন্য ধন্যবাদ স্যার।


মো: ইব্রাহীম হোসেন
শুভকামনা ও অভিনন্দন। আমার কন্টেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।















মোঃ শাহজালাল পাটওয়ারী
আসসালামুয়ালাইকুম, স্যার বাতায়নে এই সপ্তাহে নতুন কন্টেন্ট আপলোড দিলাম। যদি সময় থাকে একটু ঘুরে আসতে পারেন বাতায়নের জগতে। https://www.teachers.gov.bd/content/details/505150





Md. Ashraful Alam
সুন্দর লেখা, ধন্যবাদ। আমার কন্টেন্ট দেখার অনুরোধ রইল।



মোঃ কাইয়ুম আলী
সুন্দর লেখার জন্য লাইক ও রেটিংসহ ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা।


মোহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী
সুন্দর লেখার জন্য লাইক ও রেটিংসহ ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা। আমার এ সপ্তাহে আপলোডকৃত কন্টেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ আব্দুল হালিম
সুন্দর লেখা, ধন্যবাদ। আমার কন্টেন্ট দেখার অনুরোধ রইল।





মতামত দিন