প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ থেকে শেষ হয়ে গেল।শুরু হবে নতুন জীবন, নতুন অধ্যায়।
আজ থেকে শেষ হয়ে গেল প্রাথমিক সমাপনী পরীক্ষা।রেজাল্টের পরই শুরু হবে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি পরীক্ষা।শুরু হবে নতুন জীবন। নতুন বই, নতুন পরিবেশ,নতুন সাথি।ছোট বেলার কথা মনে পড়ে গেল।আমরা ও বাবার হাত ধরে গিয়ে ভর্তি হয়েছিলাম উচ্চ বিদ্যালয় অনেক আশা অনেক সপ্ন। আজ সত্যি সেই সপ্ন সার্থক হয়েছে।তবে ভাবিনি শিক্ষক হব।তবে কিছু একটা করব এই প্রত্যয় নিয়েই শুরু করেছিলাম।আজকে যারা পরীক্ষা শেষ করল তারাও ইনশাল্লাহ ভাল কিছু করবে।দেশ ও দশের সেবা করবে ইনশাল্লাহ।আমিএটুয়াইকে ধন্যবাদ দিই যে আমাদের মনের কথা গুলা এই প্ল্যাট ফর্মে প্রকাশ করতে দেয়ার জন্য।

সাম্প্রতিক মন্তব্য


সালমা আক্তার
শুভকামনা। আমার সকল কনটেন্ট গুলো দেখে লাইক, রেটিং ও কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ রইলো।

মোঃ হাফিজুল ইসলাম
আপনাকে ধন্যবাদ , আমার কন্টেন্ট দেখে লাইক, রেটিংসহ মতামতের জন্য বিনীত অনুরোধ রইল । আমার শিক্ষক বাতায়ন আইডি- hafizb2013/hafiznt19@gmail.com আমার প্রোফাইল লিংকঃ- https://www.teachers.gov.bd/user-profile কন্টেন্ট লিংক- https://www.teachers.gov.bd/content/details/505914
মতামত দিন