সেরা উদ্ভাবক: কী এবং কেমন হবে আপনার গল্প
সুপ্রিয় সহকর্মী বন্ধুগণ, বিগত অক্টোবর ২০১৯ হতে শিক্ষক বাতায়ন নতুন রূপে যাত্রা শুরু করেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডিজাইন, সুবিধা, সেবা এবং পেশাগত দক্ষতা অর্জনের দিক থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে বাতায়নে। সময়ের প্রয়োজনে এবং আপনাদের চাহিদার কারণেই এই পরিবর্তন। এটি একটি নিয়মিত কাজ এবং আগামীতে হয়তো আরো ভিন্নতা, ন্যানো টেকনোলজি, প্রজেক্ট লার্নিং, রিসার্চ লার্নিং, পেশাগত চ্যালেন্জ এবং বেস্ট প্র্যাকটিস নিয়ে বাতায়নকে ভাবতে হবে। শিক্ষকদের মোটিভেশন এবং রিকগনিশনের জন্য বাতায়ন চারটি ক্যাটাগরিতে (সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মার এবং সেরা নেতৃত্ব) শিক্ষক নির্বাচন করছে। সেরা উদ্ভাবক পর্বে অংশগ্রহণের জন্য অনেকেই তাদের গল্প আপলোড করছেন। অনেক উদ্ভাবনী গল্প আমাদের মুগ্ধ করেছে। আবার অনেকগুলো মানদণ্ডে পিছিয়ে আছে। কী থাকতে হয় একটি উদ্ভাবনী গল্পে? আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন তা আগে কেমন ছিল? আপনি কী কী ইন্টারভেনশন দিয়েছেন (কী কী কাজ করেছেন)? এর ফলে শিক্ষার্থীদের মধ্যে কী পরিবর্তন এসেছে? আগে শিক্ষার্থীদের কী অসুবিধা হতো? স্টেকহোল্ডারগণ আপনার উদ্ভাবনকে কীভাবে দেখছেন? এটি পরবর্তীতে স্থায়ী হবে কি না? আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে কি না? আপনি না থাকলেও উদ্যোগটি চলমান থাকবে কি না? এমন কিছু প্রশ্ন মাথায় নিয়ে আপনাকে উদ্ভাবনী গল্প তৈরি করতে হবে। স্টোরি দেখে নির্বাচকগণ এই ধরনের কিছু প্রশ্নের উত্তর খুঁজবেন আর আপনাকে সেরা উদ্ভাবক হিসেবে ঘোষণা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে চাই নতুন নতুন উদ্ভাবনী গল্প।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ আল - আমিন
সুন্দর সুন্দর আইডিয়া প্রযুক্তিগতে সফলতার পরিকল্পনার জন্য ধন্যবাদ।

মোঃ জুবেদ আলী (রনি)
শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য অনুরোধ রইল।

Khalidur Rahman
চমৎকার অভিব্যাক্তি।লাইক,কমেন্টস ও পূর্নরেটিংসহ শুভকামনা।

মোসাঃ আছ্মা আক্তার
??চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।?????

মোসাঃ আছ্মা আক্তার
??চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।?????

মোঃ আমির হুসেন
নিশ্চয়ই বাতায়নের উদ্যোগটি উত্তম।ধন্যবাদ, সাবাস বাংলাদেশ।

খোকন চন্দ্র দাস
অসংখ্য ধন্যবাদ ।আমার সদস্য নাম্বার টা পাওয়া যাবে কি ভাবে ?
রুবিনা খাতুন
অনেক সুন্দর করে বুঝিয়ে লিখেছেন সেজন্য ধন্যবাদ। নতুনদের জন্য দিকনির্দেশনা মূলক লেখনি।

মোঃ রাহাত উল্লাহ
প্রিয় স্যার, আসসালামু আলাইকুম, বাতায়নে আমি সক্রিয়ভাবে অনেক দিন যাবত কাজ করে আসছি। বাতায়নে আমি ৫৬৭টি কনটেন্ট, ৭৩টি ভিডিও কনটেন্ট, ১৩৪টি ছবি, ২১১টি ব্লগ ও ৪১টি অনলাইন ক্লাস আপলোড করেছি। স্যার সময় পেলে আমার বাতায়ন প্রোফাইল দেখার জন্য বিনীত অনুরোধ রইল। স্যার আপনার সুচিন্তিত মূল্যায়ন আমার পেশাগত জীবনে অনুপ্রেরণা যোগাবে ।https://www.teachers.gov.bd/profile/rumamun1986

Md. Zakir Hossain Bhuiyan
দয়া করে একটু বলবেন কি কিভাবে একাধিক ব্লগ লিখা যায়। আমি তো নতুন করে ব্লগ লিখার অপশন পাচ্ছিনা।

মোহাম্মদ শাহ আলম
প্রিয় স্যার, আসসালামু আলাইকুম, বাতায়নে আমি সক্রিয়ভাবে অনেক দিন যাবত কাজ করে আসছি। বাতায়নে আমি ৫৬৭টি কনটেন্ট, ৭৩টি ভিডিও কনটেন্ট, ১৩৪টি ছবি, ২১১টি ব্লগ ও ৪১টি অনলাইন ক্লাস আপলোড করেছি। স্যার সময় পেলে আমার বাতায়ন প্রোফাইল দেখার জন্য বিনীত অনুরোধ রইল। স্যার আপনার সুচিন্তিত মূল্যায়ন আমার পেশাগত জীবনে অনুপ্রেরণা যোগাবে । বাতায়ন প্রোফাইল লিংকঃhttps://teachers.gov.bd/profile/shaalam15876 মোঃ শাহ আলম। প্রভাষক (অর্থনীতি) প্রতিষ্ঠানের ধরন: আলিম শাখা বিভাগ ঢাকা জেলা: গাজীপুর উপজেলা: কালিয়াকৈর মাদ্রাসার নাম: মোজাদ্দেদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা । মোঃ ০১৭২৪০৮৯৪৯২
মতামত দিন