শিক্ষক বাতায়নের প্রোফাইল যাচাইকরণ মুলতবি রয়েছে কেন? কোন শুভাকাঙ্ক্ষী জানালে খুশি হব।

প্রিয় শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ,
আসসালামু আলাইকুম, একটি বিষয় দীর্ঘদিন যাবত পরিলক্ষিত হচ্ছে। সেটা হলো শিক্ষক বাতায়নের প্রোফাইল যাচাইকরণ মুলতবি রয়েছে। কবে নাগাদ যাচাইকরণ শুরু হবে।এবং কবে নাগাদ জেলা অ্যাম্বাসেডর ICT4E হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিবে। কোন শুভাকাঙ্ক্ষী নিচের ইমেইল অথবা মোবাইল নাম্বারে অত্যন্ত জানালে খুশি হব।
মোহাম্মাদ আবু সাইদ
সহকারী শিক্ষক
দেবোত্তর দাখিল মাদরাসা
আটঘরিয়া, পাবনা।
ইমেইল : masayeedtonmoy@gmail.com
ফোন : ০১৭১৭২৮৯৫৫০

মতামত দিন