সেরা কনটেন্ট নির্মাতা জানুয়ারি/২০২০(মুজিববর্ষ) নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

.২০১৫ সালে শিক্ষক বাতায়নে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোতে থাকি। আজ মুজিববর্ষ ২০২০, অনেক অনেক ভালো লাগার এই বর্ষে আমার মনের আশা পূরণ হয়েছে। শত কোটি সালাম মুজিব তোমায়,তোমার উছিলা আর আমার প্রচেষ্টা এবং অন্যান্য স্যার/ম্যামদের পরামর্শ ও দিক নির্দেশনায় পাক্ষিক সেরা কনটেন্ট নির্মাতা হিসাবে আজ আমি স্বীকৃতি পেয়েছি। তাই প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টি কর্তাকে। এরপর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই Avijit saha স্যারকে। আরো কৃতজ্ঞতা জানাই a2i (Access to Information), ICT Division,British Council, USAID,Cabinet division এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয় সহ যারা আমাকে উক্ত প্লাটফর্মে ( www.teachers.gov.bd) তথা প্রাণের “শিক্ষক বাতায়নে” কাজ করার সুযোগ করে দিয়েছেন।
সকল শুভাকাংখীদের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং a2i কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ সকলকে।
মোঃ নিজাম উদ্দিন
সহকারী শিক্ষক আগ্রান উচ্চ বিদ্যালয় , বড়াইগ্রাম,নাটোর।

সাম্প্রতিক মন্তব্য


Md.Firoz
পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকের আপলোডকৃত কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত সহ লাইক ও রেটিং প্রত্যাশা করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং বাতায়নের সাথেই থাকুন।

মোঃ মেরাজুল ইসলাম
পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কন্টেন্ট দেখে লাইক কমেন্ট ও রেটিং দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মো: তৌহিদুল ইসলাম
অভিনন্দন, স্যার। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক, রেটিং ও সুপরামর্শ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন