আসসালামু আলাইকুম শুভ, শ্রদ্ধেয় পেডাগোজি রোটার এডমিন মহোদয় ও শিক্ষক বাতায়নের সকল সদস্য ও সেরা কনটেন্ট নির্মাতা আমার কনটেন্ট দেখার অনুরোধ রইলো

মনে করতে পারেন না পাওয়ার বেদনা থেকে একথা বলছি যেটাই ধরেন না কেন, এটাই বাস্তবতা। কারণ আমি ২০১০ সাল থেকে বেনোজীর হক রিপন (দিনাজপুর) এর হাত ধরে অদ্যবধি ইন্টারনেটের সাথে আছি, আর শিক্ষক বাতায়নে রয়েছি ২০১২ সাল থেকে তার উদ্বুদ্ধকরণে। অনেক চেষ্টা ও সেরা কন্টেন্ট নির্মাতাদের কন্টেন্ট অনুসরণ করে কন্টেন্ট তৈরি করে আপলোড করেছি।কিন্তু গন্তব্যের লাগাল যখন পেলালাম না, তখন রাগে দুঃখে অভিমানে কন্টেন্ট তৈরি করা বন্ধ করে দিই। ২০১৯ সালে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জাকির হোসেন স্যারের ডাকে আইসিটি ফোরামের কাজ শুরু করি, এসময় বেনজীর হক রিপন স্যারের সাথে কথা বললে সে আবার শিক্ষক বাতায়ন এর জন্য উদ্বুদ্ধ করে, আবার শুরু করি কাজ। বলা বাহুল্য যারা সেরা হিসাবে নির্বাচিত হয় তাদের রেটিং থেকে আমার কন্টেন্টের রেটিং ও মান কোন অংশে কম নয়।বাতায়ন কর্তৃপক্ষ ও যারা সেরা হয়েছেন তাদের নিকট আমার জিজ্ঞাসা কোন পথ দিয়ে হাঁটলে সাফল্যের মুখ দেখা পাবো। না আমি সঠিক পথের সন্ধান এখনও পাইনি? না আমি অজপাড়া গ্রামের শিক্ষক বলে সাফল্যের মুখ দেখতে পেলাম না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি কী পেলাম না পেলাম সে হিসাব আর করব না। বাকি কর্মজীবনে এমনিভাবে কনটেন্ট আপলোড করে যাব। এর ধারাবাহিকতায় আমার বর্তমান কনটেন্ট International mothar language day-1, Class: Nine তৈরি করেছি। আপনারা দেখবেন। যদি সম্ভব হয় গঠনমূলক মতামত জানাবেন। আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার সিদ্ধান্তে অটল থাকতে পারি।
মোঃ শরিফুল ইসলাম
সহকারী শিক্ষক
চৌরাপাড়া ফাজিল মাদ্রাসা
নিয়ামতপুর, নওগাঁ।

সাম্প্রতিক মন্তব্য


আব্দুল আলীম
সুন্দর উপস্থাপনারজন্য আন্তরিক অভিনন্দন। লাইক, রেটিং সহ শুভ কামনা রইল। আমার আপলোডকৃত কন্টেন্ট দেখে মতামত, লাইক ও পূর্ণ রেটিং প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন, নিরাপদে থাকুন এবং ঘরেই থাকুন। আল্লাহ্ আমাদের সবাইকে করোনা মহামারী থেকে রক্ষা করুন। আমিন।

মোঃ কামরুল হাছান
পূর্ণ ৫ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কন্টেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল https://www.teachers.gov.bd/content/details/542680

সুরঞ্জিত তালুকদার
পূর্ণ ৫ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কন্টেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল

মুহাম্মাদ আলীমুদ্দীন
পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে রেটিং ও মতামত প্রদানের বিনীত অনুরোধ রইল।

মোঃ মেরাজুল ইসলাম
পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে রেটিং ও মতামত প্রদানের বিনীত অনুরোধ রইল।
মতামত দিন