ইউনিয়ন পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনা প্রতিযোগিতা, ২০২০ খ্রিঃ এ মল্লিকপুর সপ্রাবি'র প্রথম স্থান অর্জন।

মোহাম্মদ নিজাম উদ্দিন ১৮ ফেব্রুয়ারি ,২০২০ ৫০০ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ ()

শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা, ২০২০ খ্রিঃ

উইনিয়নঃ  ছাতক।

ভেন্যু ঃ মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ছাতক, সুনামগঞ্জ।

তারিখ ঃ ১৮/০২/২০২০ খ্রিঃ।

১ম স্থান : মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২য় স্থান : বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩য় স্থান : চাইরচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিচারকের দায়িত্বে ছিলেন ঃ জনাব মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক, বাউসা সপ্রাবি। 

জনাব শাহেদা বেগম, প্রধান শিক্ষক, আন্ধারীগাঁও সপ্রাবি।

জনাব শিউলি রাণী দাস, প্রধান শিক্ষক, চাইরচিরা সপ্রাবি।

জনাব আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক, মল্লিকপুর সপ্রাবি।

ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের ৪টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিচারকমণ্ডলী সর্বোচ্চ সতর্কতার সাথে নিরপেক্ষতা বজায় রেখে তাদের বিচার কাজ পরিচালনা করেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ১ম,২য়,৩য় স্থান নির্ধারণ করার পরও উপস্থিত ৪টি দলের শিক্ষার্থীদের জন্য উৎসাহমূলক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।  এতে শিক্ষার্থীরা খুবই আনন্দিত।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
Md Sazzad Hossain
২৬ জুন, ২০২০ ০৮:২১ অপরাহ্ণ

আসলেই আপনি সেরা হওয়ার যোগ্য। ধন্যবাদ অশেষ ।


মোঃ গোলজার হোসেন
০৩ জুন, ২০২০ ০১:৪৬ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । ভালো থাকুন , সুস্থ থাকুন , নিজেকে নিরাপদে রাখুন ।


মোঃ মেরাজুল ইসলাম
১৯ ফেব্রুয়ারি , ২০২০ ১০:১৬ পূর্বাহ্ণ

আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা মহোদয় এবং বাতায়নের সকল স্যার, ম্যাডামদের আমার আপলোডকৃত ৫৬ তম কনটেন্ট দেখার এবং মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল। আমার বাতায়ন আইডি - marajul.hobi@gmail.com . মোঃ মেরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিরাট সারদা সুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয় । আজমিরী গঞ্জ , হবি গঞ্জ ।


মোঃ নাজমুল হক
১৮ ফেব্রুয়ারি , ২০২০ ১০:১৩ অপরাহ্ণ

রেটিং সহ শুভেচ্ছা।


দুলাল হালদার
১৮ ফেব্রুয়ারি , ২০২০ ০৯:৫৭ অপরাহ্ণ

অভিনন্দন ১ম স্থান অধিকারী সহ সকল দলকে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ।


মোঃ মেরাজুল ইসলাম
১৮ ফেব্রুয়ারি , ২০২০ ০৯:০৮ অপরাহ্ণ

আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা মহোদয় এবং বাতায়নের সকল স্যার, ম্যাডামদের আমার আপলোডকৃত ৫৬ তম কনটেন্ট দেখার এবং মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল। আমার বাতায়ন আইডি - marajul.hobi@gmail.com . মোঃ মেরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিরাট সারদা সুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয় । আজমিরী গঞ্জ , হবি গঞ্জ ।