তামিম নিশ্চিত, তাঁর রেকর্ডগুলো ভাঙবেন লিটন–সৌম্যই

তামিম নিশ্চিত, তাঁর রেকর্ডগুলো ভাঙবেন লিটন–সৌম্যই
বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দখলে। কিন্তু তিনি মনে করেন তাঁর সেই রেকর্ডগুলো বেশিদিন টিকবে না। তামিম নিশ্চিত তাঁর রেকর্ডগুলো নিজের করে নেবেন লিটন দাস, সৌম্য সরকাররা।গতকাল রাতে তামিমের নিয়মিত অনলাইন আড্ডার অতিথি ছিলেন সৌম্য, লিটন ও মুমিনুল হক। পরে লাইভে যোগ দেন তাইজুল ইসলামও। সেখানেই সৌম্য-লিটনের ব্যাপারে এমন মন্তব্য করেন তামিম।

সাম্প্রতিক মন্তব্য


অজয় কৃষ্ণ পাল
শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, বাতায়নের সকল স্যার- ম্যাম ও আইসিটি জেলা এম্বাসেডর মহোদয়গণ আমার উদ্ভাবনী গল্পটি দেখার ও পূর্ণ রেটিং সহ গঠনমূলক মতামতের জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের সহযোগীতা পেলে সুন্দর , শ্রেণি উপযোগী ও মানসম্মত কনন্টেন্ট উপহার দিয়ে শিক্ষক বাতায়ন কে আরো সমৃদ্ধি করার চেষ্টা করব। শিক্ষক বাতায়ন আই ডি: ajoy.cbmhs

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৪৭তম কনটেন্টটি দেখে আপনার মূল্যবান মতামত সহ লাইক ও রেটিং প্রত্যাশা করছি।

মোঃ আবুল হোসেন
ঘরে থাকি,সুস্থ থাকি এবং নিরাপদে থাকি।সকলের জন্য শুভ কামনা রইল।
মতামত দিন