মোছাঃ শিউলি বেগম, আরজিদেবীপুর শিয়াল কোট আলিম মাদ্রাসা, পার্বতীপুর, দিনাজপুর।
**ইদ মুবারক**
**আচ্ছালামুয়ালাইকুম**
মানব জীবনকে অনেক ত্যাগ- তিতিক্ষা নানা রকম সমস্যার মাধ্যমে অতিক্রম করতে হয়। এই যেমন ২০২০ ইং থেকে শুরু হয়েছে করোনা নামক বিশ্ব- মহামারী।হয়তো এই মহামারী থাকবেনা, কিন্তু করোনা নামক এই মহামারি মানুষকে শিখিয়ে দিলো অনেক কিছু। ঠিক তেমনি মুসলমানদের নবী হযরত ঈবরাহিম ( আঃ) কে আল্লাহ তায়ালা পরিক্ষা করেছিলেন, ঈবরাহিম ( আঃ) কে আল্লাহ তায়ালা বার বার যখন স্বপ্ন দেখাচ্ছিলেন তার প্রিয় বস্তুকে কোরবানি দিতে, তখন তিনি ভাবছিলেন তার প্রিয় জিনিস কী হতে পারে? তখন তিনি উপলদ্ধি করলেন তার প্রিয় জিনিস হচ্ছে তার পুত্র ঈসমাইল ( আঃ)। তিনি আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ঈসমাইল ( আঃ ) কে কোরবানি দিতে রাজি হন। যখন ঈবরাহিম ( আঃ) তার ছেলেকে কোরবানি দেয়ার জন্য সকল প্রস্তুতি সমপন্ন করেন, তখন আল্লাহ তায়ালার হুকুমে তার ছেলের পরিবর্তে পশু কোরবানি হয়ে যায়। কোরবানির অর্থ নৈকট্য,সান্নিধ্য, উৎসর্গ ঈদুল আযহার দিনগুলোতে " আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য নিদিষ্ট পশু জবাইকে কোরবানি বলে"। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সব মানুষের জীবন। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন।
**ইদ মুবারক**

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন)
আমাদের মনের পশুত্ব দুর হোক, সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। "ঈদ মোবারক" মোঃ মোস্তাফিজুর রহমান সুমন সিনিয়র শিক্ষক আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ

মোঃ রওশন জামিল
পূর্ণ রেটিংসহ শুভ কামনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ্য থাকুন।

Purnima Das
আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ । মন্তব্য করুন
মতামত দিন