প্রভাষকদের প্রতি বিমাতা সূলভ আচরণ কেন?

২০১৮ ইংরেজীর আগে একজন প্রভাষক ১৫ বছর অভিজ্ঞতা লাভ করলেই ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে আবেদন করার যোগ্য হতেন । কিন্তু ২০১৮ ইং এর সার্কুলারে সে সুযোগকে অনভিপ্রেত ভাবে রহিত করে দেয়া হল । সার্কুলারে বলা হল ১২ বছরের প্রভাষকের অভিজ্ঞতা সহ তিন বছরের সহকারি অধ্যাপকের অভিজ্ঞতা না থাকলে অধ্যক্ষ পদে আবেদন করা যাবে না।
আপত্তিটা এখানেই যে;যোগ্যতা এক , সমান স্কেলে চাকুরী । সেখানে অনুপাত প্রথার যাতাকলে অন্য চারজন প্রভাষককে অতিক্রম করে একজন প্রভাষক কে দেয়া হল সহকারি অধ্যাপকের পদ । একই যোগ্যতার আরো চারজন হলেন অবিবেচনার শিকার । অনেক বঞ্চনার কাহিনী এখন নাই বা লিখলাম । কিন্তু অনূগ্রহ প্রাপ্ত ব্যক্তি এগিয়ে গেলেন এক ধাপ বেতনেও । যোগ্যতা কেবল একটাই ; সেটা হল অমুকের 'পছন্দ' । বঞ্চনার শিকার প্রভাষক গন ধুকে ধুকে জ্বললেন অধিকার হারা হয়ে । আর আনুকূল্য প্রাপ্ত ব্যক্তিটি এখন আরেক ধাপ এগিয়ে গেলেন। হয়ে গেলেন অধ্যক্ষের যোগ্য । বাকিরা এখন আর ত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়েও অধ্যক্ষের পদে আবেদন ই করতে পারবেন না । এ যেন প্রভাষকদের প্রতি পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত এক অবিচার । এ ব্যপারে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর সু পরামর্শ কামনা করছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের পূণঃবিবেচনার প্রত্যাশায় আছি । আশা করি বিষয়টির সূরাহা হবে সুবিবেচনার পদক্ষেপের মাধ্যমেই ।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ রওশন জামিল
সুন্দর ও মানসম্মত কন্টেন্ট এর জন্য পূর্ণ রেটিং সহ শুভ কামনা ও অভিনন্দন। কন্টেন্ট আপলোড করে প্রাণপ্রিয় বাতায়নকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। সুস্থ্য থাকুন।।।। বাতায়নে এ পাক্ষিকে আপলোডকৃত কন্টেন্ট এ রেটিংসহ আপনার মূল্যবান মতামত দেবার অনুরোধ রাখলাম।।

মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন)
পুর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার কনটেন্ট ও ভিডিও কনটেন্ট ( অনলাইন ক্লাস) দেখে আপনার অত্যন্ত মূল্যবান মতামত আশা করছি। সব সময় সুস্থ ও নিরাপদে থাকুন।

মোসাঃ রাফিয়া খাতুন
Thank you sir like and fully point with well wishes and stay safe

তাছলিমা আক্তার
আসসালামু আলাইকুম । লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । ভালো থাকুন , সুস্থ থাকুন , নিজেকে নিরাপদে রাখুন । আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইল । https://www.teachers.gov.bd/content/details/639037
মতামত দিন