গণিত অলিম্পিয়াড কোর্সে সমস্যা থেকে সমাধান প্রত্যাশা।

শ্রদ্ধেয় স্যার/ম্যাডাম,
আমার সালাম/আদাব নিবেন। আমি মুক্তপাঠের গণিত
অলিম্পিয়াড এর সব কয়টি মডিউল সম্পন্ন করেছি এবং সকল কুইজ ও চুড়ান্ত
মূল্যায়ন পরিক্ষায় অংশ গ্রহণ করে সফল হয়েছি (কপি সংযুক্ত) । কিন্তু
কোর্সের অগ্রগতির রিপোর্টে মডিউল-৯ এর কুইজ, চুড়ান্ত মূল্যায়ন এবং ঘোষনা অংশে ০% দেখাচ্ছে । আবার,
কোর্স মূল্যায়ন অংশে আমি সকল মডিউলের কুইজ এবং চুড়ান্ত মুল্যায়ন যে
সম্পন্ন করেছি এবং সফল ভাবে উত্তীন্ন হয়েছি সেই মোট মার্কস ও আমার প্রাপ্ত
মার্কস দেখা যাচ্ছে। কোর্সের শুরুতে দেখাচ্ছে যে আমি মোট ৩৮/৩৯ টি আইটেম
শেষ করেছি । কোর্স শুরু করুন অপশনে ক্লিক করলে বারবার
মডিউল-৯ এর কুইজ আসছে।যদিও আমি প্রথম বারেই মডিউল-৯ এর কুইজে উত্তীন্ন
হয়েছি, তারপরও কোর্স সমাপ্ত করার উদ্দেশ্যে আমি বারবার (সর্বোচ্চ ৫ বার-ই )
আমি কুইজে অংশ নিয়েছি এবং প্রত্যেক বার-ই সফল হয়েছি।এদিকে আমি সার্টিফিকেট
ডাউনলোড করার option পাচ্ছিনা। মুক্তপাঠে যেকোন সমস্যা বোধ করলে জানানোর জন্য একটি ইমেইল এড্রেস দিয়েছে (
[email protected]
) . আমি উক্ত ইমেইলে ১৭/০৮/২০২০ তারিখে আমার সমস্যার কথা জানিয়েছি কিন্তু
কোনো উত্তর আসেনি। আজকে আমি আবার ইমেইল করেছি।
এমতাবস্থায়, বর্ণিত সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে প্রয়োজনীয় পরামর্শ/ সহযোগিতা কামনা করছি।

সাম্প্রতিক মন্তব্য


মীর্জা মোঃ মাহফুজুল ইসলাম
Excellent post,fullratings ,best of luck,আমার ব্লগের লিংক https://www.teachers.gov.bd/blog-details/574922

মীর্জা মোঃ মাহফুজুল ইসলাম
Excellent post,fullratings ,best of luck,আমার ব্লগের লিংক https://www.teachers.gov.bd/blog-details/574922

সুজিত দেব
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার এ পাক্ষিক এর কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন।
মতামত দিন