মোছাঃ শিউলি বেগম, আরজিদেবীপুর শিয়াল কোট আলিম মাদ্রাসা, পার্বতীপুর, দিনাজপুর।
সংকট কখনো কখনো সম্ভাবনার দ্বার ও খুলে দেয় । এই যেমন 'করোনা' ভাইরাস আমাদের কত কিছু না শেখালো। আমরা স্বপ্ন দেখেছিলাম ভার্চুয়াল জগতের। এই ভার্চুয়াল জগতে প্রবেশ করতে হলে হয়তো আমাদের আরো কিছু দিন সময় লাগতো, কিন্তু 'করোনা' ভাইরাস আমাদের ভার্চুয়াল জগতে প্রবেশ করিয়ে দিলো। তাই তো আমরা শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘরে বসে, অনলাইন স্কুল, দেশ -বিদেশ থেকে অনলাইন প্রশিক্ষণ করতে পারছি। গতকাল মেলবোন অস্ট্রেলিয়া থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দিলেন Hemi Hossain sir. একটা দেশ, সমাজ, জাতিকে এগিয়ে নিয়ে যেতে, কতটা ত্যাগ, ও ধৈর্যের প্রয়োজন তা Hemi Hossain sir এর কাছে নতুন করে শিখলাম। তিনি বাংলাদেশেরই একজন মানুষ । তিনি চেয়ারে বসে, একই স্টাইলে টানা ৬ ঘন্টা শিক্ষকদের সাথে মতবিনিময় করছেন । একটা বারের মতো তিনার মুখে বিরক্তির ভাব প্রকাশ পায়নি । এই ৬ ঘন্টাই তিনার মুখে সব সময় হাসি লেগেই ছিলো । তিনি বলেছেন আমাদের সাথে মতবিনিময়ের আগে আরো ৪ ঘন্টা অস্ট্রেলিয়ায় তিনি এ কাজটি করেছেন। তিনি আমাদের যেভাবে ট্রেনিং করিয়েছেন তা একটু বলি। মাঝে মাঝে তিনি উঠে দাড়াতে বলেছেন,আবার কখনো yes লিখে ট্রেনিং, কেমন হয়েছে তা জানতে চেয়েছেন। পরিশেষে সবাইকে চোখ বন্ধ করতে বলেছেন এবং তিনি একটা ইংরেজি কবিতা শুনিয়েছেন । এরপর ও তিনি শেষ করেননি শিক্ষকরা যতক্ষণ কথা বলতে চেয়েছেন, তিনি ততক্ষণ কথা বলেছেন। পরিশেষে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে Hemi Hossain sir এর মতো ত্যাগ ও ধৈর্যের পরিচয় দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই।

সাম্প্রতিক মন্তব্য


অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ https://www.teachers.gov.bd/content/details/777226 https://www.teachers.gov.bd/blog-details/583774

গোলাম রাববানী
পূর্নরেটিং সহ শুভ কামনা রইলো। আমার কনটেন্ট দেখে লাইক কমেন্ট ও রেটিং দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
মতামত দিন