শুভ সন্ধ্যা । আমার আপলোড করা "একান্ত নিজস্ব ভাবনা- একজন হেমি স্যার, আমি ও আমরা" লেখাটি পড়ে লাইক ও আপনাদের মূল্যবান মন্তব্য, পরামর্শ, সর্বোপরি লাইক ও রেটিং এর জন্য বিনীত অনুরোধ রইলো।

শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, বাতায়নের সকল স্যার- ম্যাম ও আইসিটি জেলা এম্বাসেডর মহোদয়গণ জানাচ্ছি, শিক্ষকের অগ্রযাত্রায় "একান্ত নিজস্ব ভাবনা- একজন হেমি হোসাইন স্যার, আমি ও আমরা” লেখাটি পড়ে পূর্ণ রেটিং সহ সুপরামর্শ প্রত্যাশা করছি। আপনাদের সহযোগীতা পেলে সুন্দর , শ্রেণি উপযোগী ও মানসম্মত কন্টেন্ট এবং স্বরচিত কবিতা উপহার দিয়ে শিক্ষক বাতায়ন কে আরো সমৃদ্ধি করার চেষ্টা করব।অভিনন্দন রইল কন্টেন্ট নির্মাতা স্যারদের।

সাম্প্রতিক মন্তব্য


মোহাম্মদ জাহাঙ্গীর আলম
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আমার কন্টেন্ট দেখে রেটিংসহ সুচিন্তিত মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ গোলাম ওয়ারেছ
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার অক্টোবর ২য় পাক্ষিক কন্টেন্ট ও ব্লগ "ডেটা কমিউনিকেশন মাধ্যম ( Data Communication Medium) দেখে রেটিংসহ সুচিন্তিত মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ
মতামত দিন