ICT প্রেমী হয়দরাবাদ RKP উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দঃ

এস এম মোজাম্মেল কবির ০৫ নভেম্বর,২০২০ ৬৯ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৪.৪০ ()

ICT প্রেমী হয়দরাবাদ RKP উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দঃ

ICT4E (a2i) অ্যাম্বাডের হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের অংম হিসেবে আজ হয়দরাবাদ RKP উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে চমৎকার সময় কাটে। দক্ষ-বিচক্ষণ ও দুরদৃষ্টি সম্পন্ন বিজ্ঞ প্রধান শিক্ষক মহোদয় এবং পরিশ্রমী-স্কুল প্রেমী সহকারি প্রধান শিক্ষকের সার্বিক সহযোগীতায় ICT প্রেমী শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় সকলেই শিক্ষক বাতায়নের প্রোফাইল ১০০% করেন. পাশাপাশি নিয়মিত প্রেজেন্টেশন-ভিডিও কন্টেন্ট আপলোডের মাধ্যমে শিক্ষক বাতায়নকে আরও বেশি সমৃদ্ধ করছে। সেই সাথে করোনা কালীন সময়ের শুরু থেকেই সূসজ্জ্বিত ৪টি ডিজিটাল ক্লাস রুমের মাধ্যমে অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে আসছে এবং গুগল ফর্ম ব্যবহার করে নিয়মিত অনলাইন পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের বিশেষ ভূমিকা রাখছে, সেই সাথে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করছে।

সকৃতজ্ঞ ধন্যবাদ হয়দরাবাদ RKP উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,সহকারি প্রধান শিক্ষক ও সকল শিক্ষকবৃন্দের প্রতি।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ মুজিবুর রহমান
২৪ মে, ২০২১ ০৭:৫৬ পূর্বাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।


দ্বীন মোহাম্মদ
১৭ মে, ২০২১ ০৪:২৯ অপরাহ্ণ

সুন্দর উপস্থাপনার জন্য শুভকামনা এবং সেই সাথে পূর্ণ রেটিং । আমার কন্টেন্ট দেখার আমন্ত্রন রইক। ধন্যবাদ


মোঃ গোলাম ওয়ারেছ
০৬ নভেম্বর, ২০২০ ০৯:১৩ পূর্বাহ্ণ

সুন্দর উপস্থাপনার জন্য শুভকামনা এবং সেই সাথে পূর্ণ রেটিং । আমার নভেম্বর ২০২০ ইং ১ম পাক্ষিক কন্টেন্ট ও ব্লগ 'ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম (Wireless Communication System) দেখার ও রেটিংসহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ