******** আলহামদুলিল্লাহ! সকল বাধা উপেক্ষা করে আমার অনলাইন ক্লাস আজ ২০০টি হওয়ায় মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি।***********

আলহামদুলিল্লাহ,
আমি অশ্রু ধরে রাখতে পারলাম না।কারণ আমি কোনো দিন ও কল্পনা করতে পারে নি যে অনলাইন ক্লাস আমার দ্বারা করা সম্ভব হবে। প্রথম প্রথম দ্বিধা -দ্বন্দ্ব কাজ করছিল। আর এই দ্বিধা - দ্বন্দ্বের মধ্যে ২০০টি ক্লাস হবে ভাবতে পারেনি।
করোনাকালীন সময়ে চারিদিক অবরুদ্ধ, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তখন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন ঘরে বসে না থেকে কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে ব্যকুল মন রাতে ঘুম আসত না। দোকান পাঠ বন্ধ ঘর থেকে বের হওয়ার পরিস্থিতি ভালো না করোনার কারণে তারপর ও নিজেকে বিলিয়ে দিয়েছি অন্যের কল্যাণে ।শিক্ষার উপকরণও ছিল না। নিজের কোনো ল্যাপটপ ছিল না। মনের মধ্যে করোনার ভয় কাজ করছিল তারপর ও লকডাউনের মধ্যেও চট্টগ্রামের সৈয়দা শাহিনুর আপার বাসায় গিয়ে একটা নষ্ট ল্যাপটপ ছিল সেটা আর নিজের যতটুকু ছিল তাই নিয়ে অনলাইন ক্লাস নেওয়া শুরু করলাম। শত শত প্রতিবন্ধকতার মাঝেও অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছি নিজের তেমন কোনো যোগ্যতা না থাকলেও অযোগ্য, সামান্য শিক্ষক হয়ে যেটুকু ছিল তা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নিয়ে আসছি,আমার অনলাইন ক্লাস সংখ্যা আজ ২০০ হওয়ায় মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সামান্য হলেও শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও করোনাকালীন সময়ে কাজ করতে পেরেছি কিনা আল্লাহ ভালো জানেন। হে আল্লাহ তুমি অন্তরজামি তুমি আমার কষ্টটুকু কবুল করিও আমিন।
সেই সাথে ধন্যবাদ জানাই শিক্ষক বাতায়ন ও a2i কে, ক্লাসগুলো বাতায়নে সংরক্ষণের ব্যবস্থা করে দেয়ার জন্য।
সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা,
সেলিনা খাতুন,
সহকারী শিক্ষক,
নুরকাজী হালিমিয়া মহিলা মাদ্রাসা।
ফটিকছড়ি, চট্টগ্রাম।

সাম্প্রতিক মন্তব্য


লাইলী আক্তার
লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল। আমার শেষ ব্লগটিতে লাইক ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। ব্লগ লিংক https://www.teachers.gov.bd/blog-details/586760

অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ কন্টেন্টঃ https://www.teachers.gov.bd/content/details/814593 ব্লগঃ https://www.teachers.gov.bd/blog-details/586661

মোঃ মেহেদুল ইসলাম
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার, এডমিন, সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর স্যারদের জানাই আন্তরিক শুভেচ্ছা http://teachers.gov.bd/content/details/814604

মোঃ মেরাজুল ইসলাম
শ্রেণি উপযোগী ও মান সম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধি করার জন্য ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ আপনার মতামত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি

মোছাঃ জেসমিন আক্তার
শ্রেণি উপযোগী ও মান সম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধি করার জন্য ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ আপনার মতামত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
মতামত দিন