পেশাগত জীবনে এক শ্রেষ্ঠ অর্জন (সেরা অনলাইন পারফর্মার)

পেশাগত জীবনে এক শ্রেষ্ঠ অর্জন (সেরা অনলাইন পারফর্মার)
১৬/০১/২০২১ তারিখ
আমার পেশাগত জীবনের একটি শ্রেষ্ঠ দিন। এই দিনেই আমি পৃথিবী বিখ্যাত পোর্টাল শিক্ষক
বাতায়নে পাক্ষিকের সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হই।
২০০০ সালে এসএসসি
পরীক্ষা দেবার পর ফলাফলের পূর্ব পর্যন্ত আমি কম্পিউটার প্রাথমিক বিষয়গুলো প্রথম শিখি।
এরপর আমার দীর্ঘ বিরতী। মাস্টার্স পরীক্ষা দেবার পর আবার কম্পিউটার নিয়ে নাড়াচাড়া।
২০১০ সালে ১৬ সেপ্টেম্বর চাকুরীতে যোগদান করি। ২০১৯ সালে ১৪ জুন আমি ঠাকুরগাঁও পিটিআই
তে ১২ দিনের আইসিটি ট্রেনিং করার সুযোগ হয়। সেখানেই প্রথম শিক্ষক বাতায়নে সদস্য হই।
প্রাথম দিন থেকেই শিক্ষক বাতায়নের প্রতি এক অন্য রকম দূর্বলতা শুরু। প্রতিদিনই যত কাজই
করি না কেন দিন শেষে শিক্ষক বাতায়নে রেটিং দেয়া ও রেটিং চাওয়া না করলে রাত্রে স্বস্তি
পেতেম না। এভাবেই নিয়মিত প্রতি পাক্ষিকেই কনটেন্ট আপলোড করতে থাকি।
এভাবে চলতে থাকে।
এরপর শুরু হলো মহামারী করোনা। রংপুর অনলাইন স্কুল থেকে উদ্বুদ্ধ হয়ে শুরু হয় আমার অনলাইন
ক্লাশ। এভাবেই চলল বেশ কিছুদিন । আইসিটি Ambassador এর সকল শর্ত পুরন হবার পর আবেদন
করি। অতঃপর ২৭/০৮/২০২০ তারিখে ঠাকুরগাঁও জেলায় প্রাথমিকের শিক্ষক হিসেবে প্রথম জেলা
Ambassador নির্বাচিত হই। নিয়মিত ভাবে শিক্ষক বাতায়নে কাজ করা ও অনলাইন ক্লাশ নিয়মিত
করার জন্য বাতায়ন কর্তৃপক্ষ ১৬/০১/২০২১ তারিখে
সেরা অনলাইন পারফর্মার হিসেবে মনোনীত করে।
প্রদীপ কুমার রায়
সহকারী শিক্ষক
বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
ও
জেলা Ambassador, ঠাকুরগাঁও
সেরা অনলাইন পারফর্মার, জানু/২১

সাম্প্রতিক মন্তব্য


আকলিমা আক্তার
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও ধন্যবাদ।

মোহাম্মদ শাহাদৎ হোসেন
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। অশেষ ধন্যবাদ।

মোঃ আবুল কালাম আজাদ
অসংখ্য ধন্যবাদে সাথে অভিনন্দন এবং লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। পাশাপাশি আমার বাতায়ন পেইজ ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল।

সন্তোষ কুমার বর্মা
পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করছি।

মোঃ তারেকুন্নবী
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার এ পাক্ষিকের আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


মোঃ মামুনুর রহমান
মানসম্মত ও শ্রেণি উপযোগী কনটেন্ট, মডেল কনটেন্ট, ব্লগ পোস্ট ও উদ্ভাবনী গল্প তৈরি করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পূর্ণ রেটিং কামণা করছি। পাশাপাশি আমার কনটেন্টগুলোতে বিশেষ করে ২৩/০১/২১ তারিখের ৬ষ্ঠ শ্রেণির পরিমাপ সম্পর্কিত কনটেন্টটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও পূর্ণ রেটিং প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও সম্মানিত প্যাডাগোজি রেটার ও এডমিন প্যানেল মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি অ্যাম্বাসেডরবৃন্দ ও সেরা অনলাইন পারফর্মারদের রেটিং আশা করছি। বাতায়ন আইডি : mamunggghsc10 , Profile Name : মোঃ মামুনুর রহমান Content Link : https://www.teachers.gov.bd/content/details/850464

শাহনাজ আক্তার
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্টটি দেখে লাইক, গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ সাইফুর রহমান
শ্রেণি উপযোগী ও মান সম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধি করার জন্য ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইল। এ পাক্ষিকে আমার আপলোডকৃত "ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল" শিরোনামে ৪৬তম কনটেন্ট ও ব্লগ দেখে লাইক ও রেটিংসহ আপনার মতামত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার আপনার সাফল্য কামনা করছি। ধন্যবাদ।

মোঃ নূরল আলম
অসংখ্য ধন্যবাদে সাথে অভিনন্দন এবং লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। পাশাপাশি আমার বাতায়ন পেইজ ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল।

লুৎফর রহমান
আসসালামু অ্যালাইকুম ওয়ারহমাতুল্লাহ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৫১ তম কনটেন্টটি দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/849237

আব্দুল মাজিদ
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্টটি দেখে লাইক, গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ মেরাজুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মতামত দিন