যাঁদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা অর্জন করেছিলাম তাদের মধ্যে অন্যতম শহীদ রফিক উদ্দিন আহমেদ।

যাঁদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা অর্জন করেছিলাম তাদের মধ্যে অন্যতম শহীদ রফিক উদ্দিন আহমেদ।
মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল করতে গিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রয়ারি ঘাতকের বুলেটে শহীদ হন মানিকগঞ্জের উজ্জ্বল নক্ষত্র রফিক উদ্দিন আহমেদ। মাতৃভাষার জন্য এই মহান আত্মত্যাগে গর্বিত দেশ,তার পরিবার ও এলাকাবাসী।
প্রারম্ভিক জীবনঃ
রফিকউদ্দিন ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল লতিফ ও মাতার নাম রাফিজা খাতুন। এই দম্পতির পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে রফিক ছিলেন বড় সন্তান। রফিকের দাদার নাম মো: মকিম।
১৯৪৯ সালে রফিক স্থানীয় বায়রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের বাণিজ্য বিভাগে ভর্তি হন। তবে পড়ালেখে শেষ না করে তিনি ঢাকায় এসে পিতার মুদ্রণশিল্প ব্যবসায় যুক্ত হন। ঢাকায় তিনি পুনরায় তৎকালীন জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন।
ভাষা আন্দোলনে অংশগ্রহণঃ
রফিক ভাষা আন্দোলনের দাবিতে সোচ্চার ছিলেন এবং সক্রিয় একজন আন্দোলনকারী হিসেবে মিছিলে অংশগ্রহণ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে আসলে পুলিশ গুলি চালায়, এতে রফিকউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেডিকেল হোস্টেলের ১৭ নম্বর রুমের পূর্বদিকে তার লাশ পড়ে ছিল। ছয় সাত জন আন্দোলনকর্মী তার লাশ এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। তাদের মাঝে ডাঃ মশাররফুর রহমান খান রফিকের গুলিতে ছিটকে পড়া মগজ হাতে করে নিয়ে যান। পরে পুলিশ তার মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং রাত ৩টায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মৃত্যু পরবর্তীঃ
ভাষা আন্দোলনে তার আত্মত্যাগের জন্য ২০০০ সালে বাংলাদেশ সরকারে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে। এছাড়া তার গ্রামের নাম পরিবর্তন করে রফিকনগর করা হয় এবং ২০০৪ সালের ফেব্রুয়ারিতে গ্রামে তার নামে ‘ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি প্রাতিষ্ঠানিক ভবন নামকরণ করা হয়। তার স্মৃতির স্বরণে ‘চাঁদের মত চন্দ্রবিন্দু’ নামে একটি নাটক মঞ্চস্থ হয়।
মহান
ভাষার মাসে শ্রদ্ধাভরে স্বরণ করছি জাতির সূর্যসন্তান ভাষা শহিদ রফিকউদ্দিনকে।
মোঃ সাজ্জাদুর রহমান
সহকারী শিক্ষক,
জালিয়ারপাড় সপ্রাবি,
কোম্পানীগঞ্জ,সিলেট।

সাম্প্রতিক মন্তব্য


আয়েশা বেগম
চমৎকার উপস্থাপন। মানসম্মত ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো।

অঞ্জনা দেবী
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।


Most Sharifa Khatun
মৃত্যু পরবর্তী অপশন থেকে অজানা তথ্য আমার নিকট অনেক ভালো লেগেছে।ধন্যবাদ

রেজাউল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোঃ মনিরুজ্জামান মিয়া
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে ২১/০২/২০২১ ইং তারিখে আপলোডকৃত ২০ তম কনটেন্ট দেখে আপনার গঠন মূলক মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমার কনটেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/885383




শিবলী আক্তার
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।


খোদেজা আক্তার
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।

মোঃ মনিরুজ্জামান মিয়া
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ২০ তম কনটেন্ট দেখে আপনার গঠন মূলক মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমার কনটেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/885383

Zohur salma
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।




সুরঞ্জন তালুকদার
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।


শিপ্রা রাণী দাস
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।


শিবানী রাণী কপালী
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।


মোঃ শাহেদ আহমদ
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।

রমজান আলী
পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও । আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।

রমজান আলী
পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও । আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।


শৈবাল দাস
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।

মোঃ শাহাজালাল মিয়া
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।


সেতারা খন্দকার
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।




সালমা আক্তার
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।






রিম্পী রাণী দাশ
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।

রিমা আক্তার
চমৎকার ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো।
মতামত দিন