World Oceans Day 2021,"The Ocean: Life and Livelihoods."

৮ জুন 'বিশ্ব মহাসাগর দিবস' (World Oceans Day 2021 )। ১৯৯২ সালে প্রথম উদযাপিত হয় এই দিনটি। সেই বছর ব্রাজিলের রিও ডি জেনেরো-তে সংঘটিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক (UNCED) সম্মেলনে আন্তর্জাতিক মহাসাগর দিবস (World Oceans Day 2021) পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০০৮ সালে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। প্রতিবছরই নির্দিষ্ট একটি থিমের উপর ভিত্তি করে এই মহাসাগর দিবস (World Oceans Day 2021) উদযাপিত হয়। ২০২১ সালের আন্তর্জাতিক মহাসাগর দিবসের থিম হল - "The Ocean: Life and Livelihoods."
বিশ্ব মহাসাগর দিবস পালনের উদ্দেশ্য হল পৃথিবীতে মহাসাগরের গুরুত্ব তুলে ধরা। পৃথিবীর মোট ৭০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে মহাসাগর। নীল সমুদ্রের ঢেউয়ের অতল গভীরে কী আছে? কত রহস্যের সন্ধান রয়েছে তার বুকে? তারই হদিস পেতে দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষণায় উঠে আসছে নিত্য নতুন তথ্য।আসুন জেনে নেওয়া যাক মহাসাগর সম্পর্কিত অবাক করা এমনই কিছু কিছু তথ্য। জানেন কী এইসব তথ্যের হদিস।
১) পৃথিবীর প্রায় ৯৪ শতাংশ প্রাণী প্রজাতি সমুদ্রের নীচে বাস করে।
২) মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (Mid-Ocean Ridge) পৃথিবীর বৃহত্তম পর্বতমালা, যা প্রায় ৬৫,০০০ কিলোমিটার-এর মত। মজার বিষয় হল এটি একটি সামুদ্রিক পর্বতমালা।
৩) ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পেসিস এর মতে, এখনও পর্যন্ত সমুদ্রের ২৪০,৪৭০-টিরও বেশি প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
৪) মহাসাগরগুলি পৃথিবীর প্রায় ৭০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে। কারণ সমুদ্রের নীচে প্রচুর সামুদ্রিক প্রজাতি বাস করে এবং তারাই এই অক্সিজেন উৎপাদন করে।
৫) পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এতে ২৫ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে।
৬) জানা গিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ২০ মিলিয়ন টন সোনা রয়েছে। কিন্তু সেগুলি সংগ্রহ করা কঠিন, কারণ সেগুলি তরল আকারে জলের সঙ্গে মিশ্রিত।

সাম্প্রতিক মন্তব্য


তাছলিমা আক্তার
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

বেবী রাণী রায়
লাইক ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল। সেইসাথে আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত এবং রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ আবুল কালাম
লাইক ও পুর্ণরের্টিং সহ আপনার জন্য রইলো শুভকামনা । আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ গুলো দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শের প্রত্যাশা করছি।

বিপুল সরকার
স্যার,সুন্দর ও যুগোপযোগী ব্লগ আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অভিনন্দন সেই সাথে চলতি পাক্ষিকে আমার আপলোডকৃত কন্টেন্টে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি।

মোঃ ফারুক হোসেন
লাইক ও পুর্ণরের্টিং সহ আপনার জন্য রইলো শুভকামনা । আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ গুলো দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শের প্রত্যাশা করছি।

লুৎফর রহমান
Great work! Thanks for nice content and best wishes including full ratings. Your active participation and submission of your wonderful contents have made the Batayon more enriched. Please give your like, comments and ratings to see my contents and blogs. https://www.teachers.gov.bd/content/details/962765 Blog link: https://www.teachers.gov.bd/blog-details/605060 Batayon ID: https://www.teachers.gov.bd/profile/Lutfor%20Rahman

মোঃ মেরাজুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমী শিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ থাকবেন। ধন্যবাদ।?

মোহাম্মদ শাহাদৎ হোসেন
? লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও ধন্যবাদ।
মতামত দিন