অবশেষে এল উইন্ডোজ ১১-এর ঘোষণা, দেখে নিন নতুন সুবিধাগুলো

বিপ্লব বাস্কি ২৫ জুন,২০২১ ২৪৬ বার দেখা হয়েছে ১০ লাইক ১০ কমেন্ট ৫.০০ (১১ )

অবশেষে এল উইন্ডোজ ১১-এর ঘোষণা, দেখে নিন নতুন সুবিধাগুলো

 

‘এটা কেবলই শুরু।’ উইন্ডোজ ১১-এর বেশ কিছু সুবিধা ফাঁস হওয়ার পর টুইটারে লিখেছিল মাইক্রোসফট। সঙ্গে জুড়ে দিয়েছিল, চোখ রাখুন ২৪ জুন।

আজ সেই ২৪ জুন। কথা রেখেছে তারা। নতুন একটি উইন্ডোজের ঘোষণা দিল মাইক্রোসফট। নতুন নামের শত শত অনুমান পেছনে ফেলে অপারেটিং সিস্টেমটির নাম ‘উইন্ডোজ ১১’-ই রেখেছে মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রথম দেখায় নকশায় সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে বলে মনে হচ্ছে। সুনির্দিষ্ট করে বললে, উইন্ডোজের ইউজার ইন্টারফেস সরল করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি উইন্ডোজ স্টোরে পরিবর্তন আনা হচ্ছে।

আরেকটি ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের উইন্ডোজ দলের প্রধান পানোস পানয়সরাসরি উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে। সেসব আলোচনায় আমরা যাব। আপনারা প্রথম আলোয় চোখ রাখুন। আপাতত চলুন নতুন উইন্ডোজের নতুন কিছু সুবিধায় চোখ বোলানো যাক।

উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনুতে বড় পরিবর্তন এসেছে। স্টার্ট বোতামটিও এখন দেখতে বেশ আলাদা। নিচের বাঁ দিকে নয়, বরং টাস্কবারের মাঝামাঝি রাখা হয়েছে সেটি।

উইন্ডোজ ১০-এর স্টার্ট মেনুতে যে লাইভ টাইলস দেখতাম আমরা, নতুন উইন্ডোজে তা থাকছে না। এর বদলে অ্যাপ বা সফটওয়্যারের বেশ সাধাসিধে তালিকা দেখায়। এরপর সাম্প্রতিক ডকুমেন্টের সঙ্গে থাকে কোনো কিছু খোঁজার অপশন।

স্টার্ট মেনুর নকশায় অ্যাপলের ম্যাকওএসের প্রভাব স্পষ্ট। আর অ্যাপ আইকনে অ্যান্ড্রয়েড এবং আইওএসের প্রভাব দেখা যাচ্ছে। কণাগুলো কিছুটা গোল করা হয়েছে। উইন্ডোজে ডার্ক এবং লাইট মোড যুক্ত হয়েছে। সেগুলো বেশ ভালোই কাজ করে বলে মনে হয়েছে।

মাইক্রোসফটের ভাষায় ‘স্ন্যাপ লেআউট’ নামের একটি সুবিধা এসেছে। ব্যাপারটি এখনো পরিষ্কার নয়, তবে একাধিক মনিটরে কাজ করার জন্য সুবিধাটি কাজে দেবে বলে মনে হচ্ছে। বিশেষ করে সঠিক মনিটরে সঠিক অ্যাপটি যে দেখাচ্ছে, তা নিশ্চিতে সেটি কাজ করবে।

 

 

ভিডিও কনফারেন্সের সফটওয়্যার মাইক্রোসফট টিমস সরাসরি উইন্ডোজের টাস্কবারে দেওয়া থাকবে। আত্মীয়-পরিজনদের সঙ্গে যোগাযোগে কাজে দেবে সেটি। বলা যেতে পারে, স্কাইপ থেকে সরে আসার চেষ্টা এটি।

উইন্ডোজ ১১-এর পারফরম্যান্স উন্নত করা হয়েছে বলে জানিয়েছেন পানোস পানয়। পাশাপাশি ট্যাব ও টাচস্ক্রিন ডিসপ্লেতে ব্যবহারের জন্য বেশ কিছু সুবিধাও যুক্ত হয়েছে। স্টাইলাসের ব্যবহার বাড়বে বলে ধরে নেওয়া যায়।

গেমিংয়ে গুরুত্ব দিয়েছে মাইক্রোসফট। নির্দিষ্ট ফির বিনিময়ে শতাধিক গেম খেলার সুবিধা আনা হচ্ছে। অটো এইচডিআর নামের সুবিধায় একই গেমের গ্রাফিকস উন্নত করার চেষ্টা করা হয়েছে।

মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির উইন্ডোজ-নির্ভরতা কমিয়ে এনেছেন বহুলাংশে। মাইক্রোসফটের মূল লক্ষ্য এখন ক্লাউড কম্পিউটিং খাতে এগিয়ে যাওয়া। সেদিক থেকে বলা যায়, অপারেটিং সিস্টেমটির বিদ্যমান গ্রাহকেরা নতুন উইন্ডোজ বিনা মূল্যেই হালনাগাদ করে নিতে পারবেন।

সুত্র- প্রথম আলো 

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোছাঃ জেসমিন নাহার বেগম
২৯ জুন, ২০২১ ০৮:০৪ পূর্বাহ্ণ

স্যার পূর্ণ রেটিং সহ ধন্যবাদ। আমার Video Content & blog গুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।


মোঃ আবুল কালাম
২৬ জুন, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কন্টেন্ট ও ব্লগ দেখে মূল্যবান মতামত, লাইক ও রেটিং প্রত্যাশা করছি।


মোঃ ফারুক হোসেন
২৫ জুন, ২০২১ ০৯:৫১ অপরাহ্ণ

বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে জানাই লাই্‌ক,পূর্ণ রেটিং সহ শুভকামনা । আমার আপলোডকৃত কনটেন্ট, ব্লগ ও ভিডিও কন্টেন্ট দেখে লাইক,সুচিন্তিত মতামত ও পূর্ণ রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি


সন্তোষ কুমার বর্মা
২৫ জুন, ২০২১ ০৭:০০ অপরাহ্ণ

পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করছি।


মোঃ মুজিবুর রহমান
২৫ জুন, ২০২১ ০৬:১৩ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।


মোছাঃ নাইচ আকতার
২৫ জুন, ২০২১ ০৫:৩০ অপরাহ্ণ

ধন্যবাদ ও অভিনন্দন রইল। আমার কন্টেন্ট দেখার জন্য অনুরোধ রইল


মোছাঃ হোসনেয়ারা পারভীন
২৫ জুন, ২০২১ ০৩:৩৫ অপরাহ্ণ

মানসম্মত কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে ধন্যবাদ। লাই্‌ক, রেটিং ও কমেন্ট সহ আপনার জন্য রইলো শুভকামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কন্টেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইলো।


কাজী মোঃ মহসীন
২৫ জুন, ২০২১ ০৩:২২ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পূর্ণরেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।


মোহাম্মদ শাহাদৎ হোসেন
২৫ জুন, ২০২১ ০৩:১৭ অপরাহ্ণ

? লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও ধন্যবাদ।


লুৎফর রহমান
২৫ জুন, ২০২১ ০৩:১০ অপরাহ্ণ

Assalamualaikum Sir/Mam. Humble Request to give rating to my new video content. Link: https://www.teachers.gov.bd/content/details/1007666