প্রাত্যহিক সমাবেশ মোহাম্মদ আমান উল্যাহ্ সহকারী প্রধান শিক্ষক হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় ফুলগাজী, ফেণী।

মোঃ আমান উল্যাহ্ ২৮ জুন,২০২১ ২৫২ বার দেখা হয়েছে ১১ লাইক ১১ কমেন্ট ৫.০০ (১০ )


প্রাত্যহিক সমাবেশ
মোহাম্মদ আমান উল্যাহ্
হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় 
ফুলগাজী, ফেণী।
ভূমিকা: শারীরিক শিক্ষার আবশ্যিক কর্মসূচির মধ্যে প্রাত্যহিক সমাবেশ একটি। বিদ্যালয়ে এর গুরুত্ব অপরিসীম। প্রাত্যহিক সমাবেশের  মধ্য দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে  দলীয় সমঝোতা এবং দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে এর ভূমিকা  অপরিসীম ও অনিবার্য। বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা থাকবে। পতাকার বাম পাশে প্রধান শিক্ষক,ডান পাশে শারীরিক শিক্ষার শিক্ষক ,তার ডান পাশে বিদ্যালয়ের ক্যাপ্টেন শ্রেণির দিকে  মুখ করে দাঁড়াবে। ছাত্ররা শ্রেণী অনুযায়ী ছোট থেকে বড় ক্রমান্বয়ে লাইন- ফাইল সোজা করে দাঁড়াবে। অন্যান্য শিক্ষক মণ্ডলী যে কোন এক পাশে লাইন বা অর্ধবৃত্ত করে পতাকার দিকে মুখ করে দাঁড়াবে।
সমাবেশকালীন কর্মসূচি
১। প্রথমে প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং এই সময় সকলে সোজা হয়ে থাকবে।                                                                                                                           ২। প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করে এক কদম বা এক পদক্ষেপ  পিছনে এসে পতাকাকে অভিবাদন করবেন। সাথে সাথে অন্য সকলে সোজা অবস্থায় হাত তুলে অভিবাদন করবে।                                                                                                     ৩। পালাক্রমে প্রত্যেক দিন শ্রেণির একজন শিক্ষার্থী এসে কোরআন পাঠ করবে এবং হিন্দু শিক্ষার্থী থাকলে গীতা পাঠও করবে। কোরআন তেলওয়াতের সময় সকলে আরামে বুকে হাত দিয়ে দাঁড়াবে।                                                                                                                      ৪। তারপর শ্রেণির অন্য এক জন এসে শপথ পাঠ করাবে। শ্রেণির একজনের আদেশের দ্বারা সমাবেশ পরিচালনা হবে। এইভাবে এক এক দিন  একেক শ্রেণি সমাবেশ পরিচলনা করবে।                                                                    ৫। শিক্ষার্থীরা সোজা হয়ে দাঁড়িয়ে সবাই এক সাথে জাতীয় সঙ্গীত গাইবে।                                                     ৬। প্রতিষ্ঠান প্রধানের ভাষণ (প্রয়োজন বোধে) ।                                                             ৭।  ৫ মিনিটের জন্য শরীর চর্চা অনুশীলন (পি,টি )। এমন কোন শরীর চর্চা করানো যাবে না  যাতে জামা কাপড়ে মাটি লাগার সম্ভাবনা থাকে।                                                                        ৮। তারপর শারীরিক শিক্ষকের নির্দেশে শ্রেণি ক্যাপ্টেনের তত্ত্বাবধানে সারিবদ্ধভাবে ক্লাশে যাবে।                                                                                  ৯। শারীরিক শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের ক্যাপ্টিন সমাবেশ পরিচলনা করবে।                           
সমাবেশের প্রয়োজনীয়তা :
১। শিক্ষার্থীদের মধ্যে দলীয় মনোভাব ও  সমঝোতা বৃদ্ধি করে।                              ২। জাতীয় চেতনা ,জাতীয়তা বোধ এবং দেশপ্রেম জাগ্রত হয়।                                                      ৩। সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।                                                                      

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ আবুল কালাম
২৯ জুন, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


মোঃ ফারুক হোসেন
২৯ জুন, ২০২১ ০৪:২৯ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও ধন্যবাদ।


মোঃ মুজিবুর রহমান
২৯ জুন, ২০২১ ০৭:৫৬ পূর্বাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।


মোঃ মানিক মিয়া
২৯ জুন, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ণ

আপনি কেমন আছেন? আশা করি মহান সৃষ্টি কর্তার মহিমায় ভাল আছেন। মান সম্মত ও গুনগত কন্টেন্ট আপলোড করেছেন এ জন্য আপনাকে লাইক,রেটিং সহ ধন্যবাদ। আমার ৪২ তম কন্টেন্ট দেখে লাইক, রেটিং ও গঠনমূলক মতামত ও পরামর্শ আশা করছি। https://www.teachers.gov.bd/content/details/996274


জাহিদুল ইসলাম
২৯ জুন, ২০২১ ০৬:১৮ পূর্বাহ্ণ

আসসালামু আলাইকুম/ আদাব। লাইক রেটিং সহ আপনার জন্য রইলো শুভকামনা। শিক্ষক বাতায়নে আমার ৩২ তম আপলোডকৃত কনটেন্টটি দেখে লাইক,সুচিন্তিত মতামত ও পূর্ণ রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। কনটেন্ট লিংক: https://www.teachers.gov.bd/content/details/995451


আবু নাছির মোঃ নুরুল্লা
২৯ জুন, ২০২১ ০৬:০৭ পূর্বাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


মোঃ মেরাজুল ইসলাম
২৯ জুন, ২০২১ ১২:২৪ পূর্বাহ্ণ

✍️ সম্মানিত, বাতায়ন প্রেমী শিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।?


মোঃ আব্দুল্লাহ আল মেহেদী
২৮ জুন, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন এবং নিরাপদে থাকুন।


লুৎফর রহমান
২৮ জুন, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ

Best wishes with full ratings. Sir/Mam Please visit my Batayon house.


সন্তোষ কুমার বর্মা
২৮ জুন, ২০২১ ১০:১১ অপরাহ্ণ

পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করছি।


মোহাম্মদ শাহাদৎ হোসেন
২৮ জুন, ২০২১ ১০:০৭ অপরাহ্ণ

? লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও ধন্যবাদ।