জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়া।

আজ ২৩-১০-২০২১খ্রিঃ রোজ শনিবার, ৩২তম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান।
নেকটার, বগুড়া
এখানে ৩৭টি জেলার ৭০ টি উপজেলা থেকে আগত ৯৯ জন শ্রদ্ধেয় শিক্ষক নিয়ে শুরু এই প্রশিক্ষণ, এ যেন এক শিক্ষক এর মিলন মেলা।অনেক ভাল লাগছে এখানে অংশগ্রহণ এর সুযোগ পেয়ে। নেকটার এ আজ যে কজন প্রশিক্ষকদের কাজ থেকে দেখলাম, তাতে মনে হচ্ছে তারা অসাধারণ। ৩০ দিনের এই প্রশিক্ষণ এ আশা করি সকল স্যার ও ম্যাম দের সাথে নিজেকে মানিয়ে নিত পারব।
আজ কবির স্যার গল্পের মাধ্যমে কত সুন্দর করে ক্লাস নেওয়া যায় সেটা গল্প করে করে ক্লাস নিতে নিতে বুঝিয়ে দিলেন।আর এতে করে যে ক্লাস কতটা ইফেক্টলি হয় সেটা আমি আজ বুঝলাম।স্যার ল্যাপটপ নিয়ে অনেক সুন্দর একটা ক্লাস নিলেন। সেই সাথে জয়নাল আবেদীন স্যার ও ফজলে রাব্বি স্যার অনেক সুন্দর করে ক্লাস নিয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে মঝা করে এবং মঝা দিয়ে ক্লাস নেওয়া যায়।

সাম্প্রতিক মন্তব্য


সন্তোষ কুমার বর্মা
লাইক ও পূর্ণ রেটিং সহ অভিনন্দন ও শুভেচ্ছা আমার কনটেন্ট দেখার জন্য অনুরোধ করছি।

মোহাম্মদ শাহ আলম
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

শাহিনা খাতুন
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মোঃ নূর - ই- আলম ছিদ্দিকী
পূর্ণরেটিংসহ আপনার জন্য শুভ কামনা ও অভিনন্দন। আমার কন্টেন্ট দেখার বিনীত আমন্ত্রণ রইল । আপনার সুপরামর্শে আমার কাজের গতি উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করি । গঠনমূলক পরামর্শ দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন বলে আশা রাখি।

লুৎফর রহমান
Best wishes with full ratings. Sir/Mam. Please give your like, comments and ratings to watch my all-contents
মতামত দিন