শিকলে বাঁধা সয়াবিন তেলের বোতল,আরো কতোদুর যাবে তেলের দাম কে জানে?

তৃপ্তি রানী রায় ০৯ মে,২০২২ ১৯১ বার দেখা হয়েছে ১৪ লাইক ১৯ কমেন্ট ৪.৮৬ (১৪ )

দাম বাড়ার কারণে নারায়ণগঞ্জে সয়াবিন তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এছাড়া তেলের বোতলে আগের মূল্য লিখা থাকলেও বাড়তি দামে তা বিক্রি হচ্ছে। তবে বেশি দাম দিয়েও তেল পাচ্ছেন না ভোক্তারা। এ অবস্থায় যে কয়েকটা দোকানে তেল পাওয়া যাচ্ছে, সেখানেও নিরাপত্তা নিশ্চিতে তেলের বোতল শিকল দিয়ে বেঁধে রাখতে দেখা গেছে। 

সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের দিগু বাবুর বাজার ঘুরে এ অবস্থা দেখা গেছে। বাজারের সাইফুল ইসলাম স্টোরের ম্যানেজার মো. হাসান মিয়া বলেন, ‘বাজারে তেল নাই। ঈদের এক সপ্তাহ আগে থেকে মাল দেওয়া বন্ধ করেছে ডিলার। মধ্যখানে এক কার্টন তেল দিয়েছে। আধা ঘণ্টার মধ্যেই তা বিক্রি হয়ে গেছে।’ 

বাজারের নেপাল স্টোরের মালিক শংকর চন্দ্র পোদ্দার বলেন, ‘তেলের বোতলের গায়ের মূল্য অনুযায়ী বিক্রি সম্ভব নয়। বাড়তি দাম দিয়ে আমরা কিনে এনেছি। এ কারণে বেশি দামে বিক্রি হচ্ছে। তারপরও আমরাতো বিক্রি করছি, অনেক দোকানে তেল নেই। এক লিটার বোতলের দাম ২১০ টাকা। বসুন্ধরা সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম এক হাজার টাকা রাখা হচ্ছে।’

 বিধান স্টোরের আসাদ আলী বলেন, ‘বোতলজাত কোনও তেল পাচ্ছি না। খোলা সয়াবিন তেল আছে, প্রতি কেজি ২২০ টাকা এবং কোয়ালিটি তেল ২০০ টাকায় বিক্রি করছি। 

পাড়া মহল্লার দোকানে খোঁজ নিয়ে একই অবস্থা দেখা যায়। বন্দর উপজেলার ছালেহনগর এলাকার মুদি দোকানি রাজু আহমেদ বলেন, ‘তেল কোম্পানির লোকেরা মাল দেয় না। এ কারণে দোকানে কোনও তেল নেই। ঈদের সময় কিছু তেল এলেও এখন তাও মিলছে না। বাজারে প্রতি লিটার সয়াবিন ২২০-২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

বন্দরের বাগবাড়ি এলাকার মুদি দোকানি ফারুক হোসেন বলেন, দাম বাড়ার কারণে সংকট তৈরি হয়েছে, কোথাও তেল নেই। এ সপ্তাহে তেল আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, দুই কারণে সয়াাবিন তেলের সংকট তৈরি হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী মাল মজুত করে রেখেছেন, যা এখন বেশি দামে বিক্রি করছেন। এছাড়া দাম বাড়ার কারণে ভোক্তারা চাহিদার তুলনায় অধিক পরিমাণে তেল মজুত করেছেন। এতেও বাজারে সংকট তৈরি হয়েছে। 

দিগু বাবুর বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রতিটি ব্যবসায়ী ও ডিলারের কাছে মাল আছে। সবাই মজুত করেছেন। দাম বাড়ার আশায় তারা বাজারে সংকট তৈরি করেছেন। তাছাড়া মাল থাকলেই কয়েকগুণ বেশি মুনাফায় মাল বিক্রি করতে পারনছে। বর্তমানে অনেক তেলের ডিলার আগের মাল নতুন দামে বিক্রি করছেন। পাঁচ লিটারের বোতল ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ তেলের বোতলের গায়ে আগের মূল্য ৭৬০ টাকা দাম লেখা রয়েছে। তবে ডিলাররা পণ্য বিক্রির কোনও রশিদ দিচ্ছেন না, যে কারণে বিষয়টি প্রমাণ করা সম্ভব না। 

ওই ব্যবসায়ী আরও জানান, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন। সাধারণত রমজান মাসে তেল একেবারে কম বিক্রি হওয়ার কথা রয়েছে। কারণ সবাই রমজানের আগে পুরো মাসের বাজার করে নেন। তবে এবারের রমজানে ছিল ব্যতিক্রম চিত্র, অধিক পরিমাণে তেল বিক্রি হয়েছে। আমার পরিচিত অনেক ক্রেতা আছে, যারা কয়েকদিন পর পর পাঁচ লিটারের তেলের বোতল কিনেছেন। এত তেল খাওয়া সম্ভব নয়, এগুলো সব মজুত হয়েছে। সে হিসেবে এই রমজানে অনেক বেশি তেল বিক্রি হয়েছে। তেলের দাম আরও বাড়ার গুজবে এভাবে তেল বিক্রি হয়েছে।

সিটি গ্রুপের ডিলার ও মনির ট্রেডার্সের মালিক মনির হোসেন বলেন, ‘আমার কাছে তেল নেই। এখন পর্যন্ত বাজারে তেলের সংকট রয়েছে। আশা করছি, আগামীকাল থেকে তেল আসলে সংকট কেটে যাবে।’

তবে নতুন দামে আগের তেল বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি বেশি দামে মাল বিক্রি করিনি। তবে শুনেছি অনেকে রিসিট ছাড়া বেশি দামে তেল বিক্রি করছেন।’

 নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদির বলেন, ‘বোতলজাত তেলের বেশ সংকট রয়েছে। বেশিরভাগ দোকানে নেই। আর খোলা তেল বিক্রি হচ্ছে নতুন দামে।’

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি হাসমত উল্লাহ বলেন, ‘আমার মনে হয় সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে রেখেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাজার অনেকাংশে স্বাভাবিক হয়ে যাবে। এ বিষয়ে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত আছি।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের বেশি আদায় করা হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। যদি কোনও ব্যবসায়ী সয়াবিন তেল মজুত করে রাখে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, নির্ধারিত দামেই তেল বিক্রি হবে।’

তিনি আরও বলেন, সয়াবিন তেলের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে কিনে কেউ প্রতারিত হলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ পর্যন্ত এমন কোনও অভিযোগ আমরা পাইনি।

সূত্র- ইন্টারনেট  


মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
প্রবীর রঞ্জন চৌধুরী
০৫ অক্টোবর, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ

শুভ কামনা রইল।


মোছাঃ লুৎফুন্নাহার তালুকদার
০২ আগস্ট, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।


শেখ মোঃ সোহেল রানা
২৮ জুলাই, ২০২২ ০৯:৪৪ অপরাহ্ণ

আপনার জন্য অনেক অনেক শুভকামনা।


মোহাম্মদ বাবুল হোসেন
২১ মে, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

পরম শ্রদ্ধাস্পদেষু বাতায়ন প্রেমী, অনিন্দ্য সুন্দর আপনার উপস্থাপন .। .লাইক এবং পূর্ণ রেটিং সহ শুভকামনা ।আপনার সুপরামর্শ আমার কাজের গতিশীলতা উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যয় সর্বদা নিরন্তর। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি । https://www.teachers.gov.bd/content/details/1258710


লুৎফর রহমান
০৯ মে, ২০২২ ০৯:২৮ অপরাহ্ণ

Best wishes with full ratings. Sir/Mam. Please give your like, comments and ratings to watch my PowerPoint, blog, image, video and publication of this fortnight. Link: PowerPoint: https://www.teachers.gov.bd/content/details/1249423 Blog: https://www.teachers.gov.bd/blog-details/644537 Video: https://www.teachers.gov.bd/blog-details/644152 Video 2: https://www.teachers.gov.bd/content/details/1223239 Publication: https://www.teachers.gov.bd/content/details/1203164 Batayon ID: https://www.teachers.gov.bd/profile/Lutfor%20Rahman


শামিমা নাসরিন সনিয়া
০৯ মে, ২০২২ ০৭:২১ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল । সেই সাথে আমার বাতায়ন বাড়ি ঘুরে আসার আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ।


উম্মে শারমিন
০৯ মে, ২০২২ ০৭:১০ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল এবং সেই সাথে আমার বাতায়ন বাড়ি ঘুরে আসার আমন্ত্রণ রইল। ধন্যবাদ


মোঃ মেরাজুল ইসলাম
০৯ মে, ২০২২ ০৬:৩২ অপরাহ্ণ

✍️ সম্মানিত, বাতায়ন প্রেমী শিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।?


কোহিনুর খানম
০৯ মে, ২০২২ ০৬:২৯ অপরাহ্ণ

লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা।


মোহাম্মদ শাহ আলম
০৯ মে, ২০২২ ০৩:২৪ অপরাহ্ণ

শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


মোহাম্মদ শাহ আলম
০৯ মে, ২০২২ ০৩:০১ অপরাহ্ণ

শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত উদ্ভাবনের গল্প দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


মোহাম্মদ শাহ আলম
০৯ মে, ২০২২ ০৩:০১ অপরাহ্ণ

শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত উদ্ভাবনের গল্প দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


মোহাম্মদ শাহ আলম
০৯ মে, ২০২২ ০৩:০১ অপরাহ্ণ

শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত উদ্ভাবনের গল্প দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।


জামিলা খাতুন
০৯ মে, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ

?চমৎকার উপস্থাপনা লাইক ও পূর্ন রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল?। আমার বাতায়ন বাড়িতে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল ।


তৃপ্তি রানী রায়
০৯ মে, ২০২২ ০১:৪২ অপরাহ্ণ

আপনার মুল্যবান মতামতের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


প্রকৌঃ মোঃ শফি উদ্দীন
০৯ মে, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ

Excellent! Surely your competency will enrich the ‘Shikkhok Batayon’. You are invited to my_ ppt content: https://www.teachers.gov.bd/content/details/1151867 _ Video content: https://www.teachers.gov.bd/content/details/1153040


তৃপ্তি রানী রায়
০৯ মে, ২০২২ ০১:৪২ অপরাহ্ণ

আপনার মুল্যবান মতামতের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


সুশিল চন্দ্র রায়
০৯ মে, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

লাইক, কমেন্ট ও রেটিং সহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত ব্লক, কন্টেন্ট ও ভিডিও কন্টেন্ট দেখে লাইক, কমেন্ট ও রেটিং দেওয়ার অনুরোধ রইল।


তৃপ্তি রানী রায়
০৯ মে, ২০২২ ০১:৪১ অপরাহ্ণ

আপনার মুল্যবান মতামতের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি।