খুলল দক্ষিণের দ্বার গর্বের পদ্মা সেতু

- দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার তিন কোটি মানুষকে সরাসরি সড়কপথে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করার আকাঙ্ক্ষা নিয়ে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ শুরু। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহারের ঘোষণায় সেতুর নির্মাণকাজ নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরে সে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও এর আগেই সম্পূর্ণ নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২০০১ সালের ১২ জুলাই প্রথম পদ্মা সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরপর দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে ২০১৫ সালের ১২ ডিসেম্বর মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর বাস্তবায়নের মূল পাইলিং কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা।
- ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর সবশেষ ৪১তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যানে পূর্ণ ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হয় পদ্মা সেতু। ২০২১ সালের ২৩ আগস্ট পদ্মা সেতুতে সবশেষ সড়ক স্ল্যাব স্থাপনের পর মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয় ১০ নভেম্বর।
- ২০২২ সালের ১৭ মে পদ্মা সেতুতে যানচলাচলের জন্য টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ‘পদ্মা সেতু’ নামকরণ করে সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় ২৯ মে।
- মূল সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার হলেও সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। ৪২টি পিলারে পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা ৪১টি। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। স্প্যানগুলোর মোট ওজন ১ লাখ ১৬ হাজার ৩৮৮ টন। পদ্মা সেতুর কাঠামো নির্মাণে ব্যবহৃত স্টিলের পরিমাণ ১ লাখ ৪৬ হাজার মেট্রিক টন।
- ১০০ বছরের আয়ুষ্কাল নিয়ে নির্মিত পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। তবে মূল সেতুর ব্যয় ১১ হাজার ৯৩৮ কোটি ৬৩ লাখ টাকা।
- শনিবার (২৫ জুন) বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক মন্তব্য


জামিলা খাতুন
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

লুৎফর রহমান
Thanks for nice content and best wishes including full ratings. Please give your like, comments and ratings to watch my innovation story-2 https://www.teachers.gov.bd/content/details/1275215 Presentation link 83: https://www.teachers.gov.bd/content/details/1276919 Blog link 508: https://www.teachers.gov.bd/blog-details/649301 Publication link 23: https://www.teachers.gov.bd/content/details/1277141

জাহিদুল ইসলাম
আসসালামু আলাইকুম/আদাব। লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। কনটেন্ট লিংক: https://www.teachers.gov.bd/content/details/1273517
মতামত দিন