উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া একজন স্বপ্নবাজ শিক্ষকের গল্পঃ

আবু সাঈদ মাহমুদ ৩০ সেপ্টেম্বর,২০২২ ৮৭ বার দেখা হয়েছে ১১ লাইক ১২ কমেন্ট ৫.০০ (১১ )

## একজন স্বপ্নবাজ শিক্ষকের গল্পঃ

নাঈমা মাহমুদ


##  আজ আমি একজন স্বপ্নবাজ শিক্ষকের গল্প শুনাবো তিনি হচ্ছেন আমার বাবা আমার শিক্ষক জনাব আবু সাঈদ মাহমুদ। 

জন্মঃ ১৯৭৮সালে ১লা মার্চ জন্ম গসুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমার কান্দি গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১১জন ভাই বোনের মধ্যে তিনি ৫ম। তাঁর বাবা একজন সমাজ হৈতিষী ব্যক্তিত্ব ছিলেন। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি শাখা কেন্দ্র কুমার কান্দি এর দীর্ঘদিনের সভাপতি ও কুমার কান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিবেদিত প্রাণ সদস্য ছিলেন। তাঁর মা একজন গৃহিণী ছিলেন। ছোট বেলা থেকেই তিনি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন। খেলাধুলায় ও কম যান নাই। 

শিক্ষাজীবনঃ তিনি ১৯৯৩ সালে লাকেশ্বর দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ১৯৯৬সালে রাখালগঞ্জ (সিলেট সদর) মাদ্রাসা থেকে আলিম,১৯৯৮ সালে ফতেহ পুর কামিল মাদ্রাসা থেকে ফাজিল,২০০০সালে একই মাদ্রাসা থেকে কামিল( হাদিস) উল্লেখ্য যে, ১৯৯৯ সালে গোবিন্দগঞ্জ আ,হক ডিগ্রী  কলেজ থেকে বি,এ (পাস) ডিগ্রী অর্জন করেন। 

কর্মজীবনঃ ২০০০সালের ৮ই সেপ্টেম্বর একতা রেজিস্টার বেসরকারি প্রাইমারি স্কুল থেকে বিনা বেতনে শিক্ষকতা শুরু করেন। কিছু মাসের মধ্যেই তিনি তাঁর বিদ্যালয় এলাকার অভিভাবক,শিক্ষক, ছাত্র/ছাত্রীদের কাছে প্রিয় শিক্ষক হয়ে ওঠেন।

২০০৩সালে ছাতারপই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ৩/৬/২০০৩ যোগদান করেন।

২০০৬ সালে সি ইন এড প্রশিক্ষণ গ্রহন করেন। ২০০৭ সালে (প্রেষণে) ১ বছর গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত প্রধান) শিক্ষকের দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে পুরানসিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ২০১২ সালে চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক হিসেবে ০২/০৭/২০১৮ সাল পর্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন।

২০১৮ সালের ৩রা জুলাই খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেন।

২০২২সালের ২১ শে মার্চ মণ্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

ব্যক্তিগত অর্জনঃ তিনি একজন স্কাউটার,(স্কীল কোর্স সম্পন্নকারি)


করোনা যোদ্ধা শিক্ষক।( জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত) 

শিক্ষক বাতায়ন সক্রিয় সদস্য সুনামগঞ্জ জেলা ICT4 ই  এম্বাসেডর। 

 মুক্তপাঠ ৪০টি কোর্স  সহ বিভিন্ন অনলাইন পোর্টালের সাথে যুক্ত রয়েছেন। 

তিনি একজন দক্ষ ক্রীড়া শিক্ষক।

তিনি নিজে স্বপ্ন দেখেন,তাঁর শিক্ষার্থীদের স্বপ্ন দেখান। 

তিনি অত্যন্ত আশাবাদী মানুষ, ধার্মিক ও খোদাভীরু এবং নীতিবান শিক্ষক। 

তিনি কাজে বিশ্বাসী, কথায় নয়। তিনি নীতিগত প্রশ্নে আপোষহীন একজন আদর্শবান শিক্ষক।

তিনি অত্যন্ত সৎ, বিনয়ী, দক্ষ ও পরিশ্রমী একজন শিক্ষক হিসেবে উপজেলায় সুনাম কুড়িয়েছেন। 

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবার সত্যিই একজন গুণী শিক্ষকের যথাযথ মূল্যায়ন করেছেন। স্যালুট জানাই (বাবা) স্যার।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মুহাম্মদ ইউছুফ
২৮ ডিসেম্বর, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কনটেন্ট ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


লুৎফর রহমান
৩০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ

??Thanks for excellent content and best wishes including full ratings. Please give your likes, comments and ratings to watch all my content. ♥️♥️


মোছাঃ হোসনে আরা
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪৩ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।


রুমানা আফরোজ
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২০ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।


রুমানা আফরোজ
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২০ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।


কোহিনুর খানম
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৩৯ অপরাহ্ণ

লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা।?


মোঃ সাইফুর রহমান
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৩৯ অপরাহ্ণ

❤️???❤️ অনেক সুন্দর উপস্থাপন। লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। আমার আপলোডকৃত উদ্ভাবনের গল্প দেখার আমন্ত্রণ রইল।


সুশিল চন্দ্র রায়
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০২:৫৭ অপরাহ্ণ

লাইক, কমেন্ট ও পূর্ন রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।


প্রকৌঃ মোঃ শফি উদ্দীন
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০১:০০ অপরাহ্ণ

Excellent!  Surely your competency will enrich the 'Shikkhok Batayon'. You are invited to my _ppt content _Video content


পুষন দেবনাথ
৩০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ

লাইক কমেন্ট পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল।


ফিরোজ আহমেদ
৩০ সেপ্টেম্বর, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

Nice addition. Good luck with full rating for you. There was an invitation to my window house. Please come and give constructive advice with your like, comment and full rating. Above all thanks for being with Batayan. I especially invite you to watch my innovative stories. The link is: https://www.teachers.gov.bd/content/details/1297935


মোঃ মেরাজুল ইসলাম
৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৫ পূর্বাহ্ণ

✍️ সম্মানিত, বাতায়ন প্রেমী শিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।?