ছাত্ররাই রাজনীতি করুক - প্রবাল ভৌমিক

বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবের। ছাত্ররাই বাংলাদেশকে অনেক কিছু এনে দিয়েছে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশের ছাত্ররা নিজের প্রাণকে তুচ্ছ করে নিজের দেশের স্বাধীনতার জন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়েনি।যতবারই আমাদের প্রিয় 'বাংলা' ক্রান্তিকাল অতিক্রম করেছে, ততবারই ত্রাতা হিসেবে বাংলার ছাত্ররাই আবির্ভূত হয়েছে। যে রাজনীতিবিদের ছাত্র রাজনীতি করার ইতিহাস নেই, সে রাজনীতিবিদকে রাজনীতির মাঠের পাকা খেলোয়াড় মনে করা হয় না।
বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' তে পড়েছি, বঙ্গবন্ধু যখন কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্রনেতা ছিলেন, তখন তাঁদের জন্য নিয়মিত রাজনৈতিক ক্লাসের আয়োজন করা হতো। প্রতি সপ্তাহে বা মাসে একবার মূল দলের বড় বড় নেতারা আসতেন এবং ছাত্রনেতা ও কর্মীদের সামনে সাংগঠনিক, রাজনৈতিক, নৈতিক শিক্ষামূলক বক্তব্য দিতেন। ছাত্রনেতা ও কর্মীরা শিখতেন এবং তাদের অনুসারীদের শিখাতেন। এখন সেই সংস্কৃতি নেই কেন? বড় নেতারা যদি ছাত্রনেতা ও কর্মীদের শেখানোর উদ্যোগ না নেন, তবে ছাত্রনেতা ও কর্মীরা কিভাবে শিখবে? কিভাবেই বা তারা সাধারণ শিক্ষার্থীদের নিজের প্রতি বা নিজের আদর্শের প্রতি আকৃষ্ট করবে? আর ভবিষ্যতে তারা যখন মূল দলের নেতা হবে, তখনইবা তারা নতুন প্রজন্মকে কতটুকু শিখাতে পারবে? শুধুমাত্র একটা জায়গায় ঘাটতির কারণে আমাদের সমগ্র ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। ছাত্ররা রাজনীতি করবে এবং তাদের সযত্নে গড়ে তুলতে হবে। তাদের শিখাতে হবে, তাদের শিখার সুযোগ করে দিতে হবে।
মাদক শুধুমাত্র ছাত্র বা ছাত্ররাজনীতির জন্য নয় বরং সমগ্র জাতির জন্য একটি বড় হুমকি। আমার মনে মাঝে মাঝে একটি প্রশ্ন জাগে। প্রশাসন চাইলে কি বাংলাদেশকে মাদক মুক্ত করা অসম্ভব? কিন্তু আপাতদৃষ্টিতে বিষয়টিকে অসম্ভবই মনে হচ্ছে। জানি না, ঘাটতিটা কোথায়? এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। কারণ এ ব্যাপারে কম বেশি প্রায় সবাই জানে।
বর্তমানকালে মেধাবী কোন ছাত্র সাধারণত রাজনীতিতে জড়াতে চায় না এবং কোন মেধাবী ছাত্রের মা বাবাও চায় না যে, তাঁদের সন্তানটি রাজনীতিতে জড়িয়ে নষ্ট হয়ে যাক! রাজনীতিতে জড়ালে সন্তান নষ্ট হবে, বিষয়টি কি অযৌক্তিক? একবার মনে হয় অবশ্যই অযৌক্তিক কিন্তু আবার নিজেই সন্দিহান হয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখছি? রাজনীতির নামে কি করে একজন ছাত্র আরেকজন ছাত্রকে খুন করে? কি করে ছাত্রনেতা বা কর্মীরা একটি মেয়েকে উত্যক্ত করতে পারে? কিভাবে ছাত্রনেতা ও কর্মীরা চাঁদাবাজি করে? কিভাবে ছাত্রনেতা ও কর্মীরা বাবার সমবয়সী একজন ব্যক্তির সাথে অসদাচরণ করে; এমনকি তাঁর গায়ে হাত পর্যন্ত তুলতে পারে? তারা কি ছাত্র রাজনীতির আদর্শ জানে বা মানে? তারা কাদের আদর্শের অনুসারী? তাদের কারা লালন পালন করে? কি লক্ষ্যে তাদের লালন পালন করা হয়? তাদের রাজনৈতিক এবং ব্যক্তিগত ভবিষ্যৎ কি? পরিবার বা সমাজ বা দেশকে তারা কি-ই বা দিতে পারবে? এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজতে গেলে যে কারো কাছে মনে হতে পারে যে রাজনীতিতে জড়ালে সন্তান নষ্ট হতে পারে। কিন্তু তাই বলে কি এভাবেই চলতে থাকবে? আমি বিশ্বাস করি, অবশ্যই না। আমাদের বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোতে এখনো এমন বেশ কিছু বড় মাপের নেতা আছেন, যারা সত্যিকারের ছাত্রনেতা ছিলেন। তাঁরা কেউ কেউ আজ কোন কোন বড় দলকে আবার কেউবা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আশু উদ্যোগ গ্রহণ করতে হবে। তাঁরা যদি চান তাঁদের সময়কার মতো সত্যিকারের ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে, তাঁরা পারবেন। হয়তো কষ্টকর হবে তবে অসাধ্য নয়। 'যে যত বড় গুন্ডা, সে তত বড় নেতা বা যে যত বেশি বেয়াদব, সে বড় নেতার তত বেশি প্রিয়ভাজন'- এই ইদানিংকালের প্রচলিত ধারণাগুলোর কবর রচনা করতে হবে। ছাত্ররাজনীতির মাঠে শিক্ষাকে মূল্যায়ন করতে হবে, মেধাকে মূল্যায়ন করতে হবে, সদাচারণকে মূল্যায়ন করতে হবে, বিনয়কে মূল্যায়ন করতে হবে। তবেই মেধাবী ছাত্ররা রাজনীতির প্রতি উৎসাহিত হবে। মা বাবা গর্ব করে বলবে, আমার সন্তান শুধু ভাল ছাত্রই নয় বরং সে ছাত্ররাজনীতিও করে।
সকল কথার শেষ কথা, সাবেক ছাত্রনেতা এবং প্রকৃত রাজনীতিবিদদের এখনই এগিয়ে আসতে হবে। ছাত্র রাজনীতির যথাযথ ক্ষেত্র তৈরি করে দিতে হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ সচল করতে হবে। মেধাবী ছাত্রদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে হবে। সত্যিকারের ছাত্রদেরই ছাত্রনেতা বানাতে হবে। ছাত্র রাজনীতির সকল জঞ্জাল এখনই পরিষ্কার করতে হবে। এসব না করা গেলে ভবিষ্যতে আমরা জাতি হিসেবে ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার এ পরিণত হবো। ব্যবসায়ী, পুঁজিবাদী, মাদক সম্রাট, অর্ধ শিক্ষিতরা আমাদের জাতিকে নেতৃত্ব দিবে। তাই বলতে চাই, প্রিয় ছাত্ররা- তোমরা মন দিয়ে লেখাপড়া কর, নৈতিকতা অবলম্বন কর, বিনয়ী হও, দেশকে ভালবাস, রাজনীতি কর। তোমরাই আমাদের অবলম্বন, তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই আমাদের মুক্তির সারথি।

সাম্প্রতিক মন্তব্য



মোঃ মিজানুর রহমান চৌধুরী
মাওলানা মিজানুর রহমান চৌধুরী। আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। অনার্স (ইংরেজি), মাস্টার্স (ইএলটি), কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মোবাইলঃ 01751801415 । ICT4E জেলা শিক্ষক এম্বাসেডর হওয়ার শর্তগুলো পূর্ণ হয়েছে। আবেদন প্রক্রিয়াধীন। দোয়া চাই আমার এই স্বপ্ন যেন দ্রুত পূর্ণ হয়।

মোঃ মিজানুর রহমান চৌধুরী
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।


মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

রুমানা আফরোজ
চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

রুমানা আফরোজ
চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

পুষন দেবনাথ
অনেক চমৎকার উপস্থাপনা। লাইক কমেন্ট সহ আপনার জন্য অনেক শুভকামনা রইল। ❤️ আমার আপলোডকৃত কনটেন্ট, ব্লগ, ভিডিও কনটেন্ট দেখে আপনার সুপরামর্শ দেয়ার অনুরোধ করছি।

লুৎফর রহমান
🌹🌷Thanks for the excellent content and best wishes including full ratings. Please give your likes, comments and ratings to watch all my content. ♥️♥️

জাহিদুল ইসলাম
আসসালামু আলাইকুম/আদাব। লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।


মোছাঃ লুৎফুন্নাহার তালুকদার
লাইক রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল। বাতায়নকে সমৃদ্ধ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মতামত দিন