সাসপেনসন তৈরিকরণ, (আমাদের দৈনন্দিন কাজের মধ্যে বিভিন্ন ধরনের কাজ থাকে)

একটি গ্লাসে ১চামচ পরিমাণ কাদামাটি করে খুব ভালভাবে নাড়া দাও। মিশ্রনটিকে কিছু সময়ের জন্য রেখে দাও। কিছু দেখতে পাচ্ছ নিশ্চই। প্রথমে মিশ্রণটি ঘোলা দেখাচ্ছে। রেখে দেওয়ার পর তুলনামূলকভাবে ভারি মাটির কণাগুলো গ্লাসের তলায় জমা হচ্ছে। তবে কিছু কিছু মাটির কণা যেগুলো খুবই হালকা ও ছোট ছোট তারা পানিতে ভাসতে থাকে এবং মিশ্রণটি হালকা ঘোলাটে দেখাচ্ছে। আরো কিছু সময় মিশ্রনটিকে রেখে দিলে বা কোনো নাড়াচাড়া না করলে মাটির আরো কিছু কণা তলায় জমা পড়বে তবে পানি পুরোপুরিভাবে স্বচ্ছ ও পরিষ্কার দেখা যাচ্ছেনা। কারণ কিছু ক্ষুদ্র কণা তখনো পানিতে ভাসমান রয়েছে। মাটি ও পানির এ জাতীয় মিশ্রন যা রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাকেই সাসপেনসন বলে। একইভাবে তুমি বিভিন্ন পদার্থ পানির সাথে মিশ্রিত করে সাসপেনসন তৈরি করতে পারবে।
মনে রাখতে হবে আমরা সাসপেনসন জাতীয় যে সকল ঔষধ ব্যবহার করে থাকি তা সেবনের পূর্বে ভালভাবে ঝাকিয়ে নিতে হয়।

সাম্প্রতিক মন্তব্য


মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

লুৎফর রহমান
🌹🌷Thanks for the excellent content and best wishes including full ratings. Please give your likes, comments and ratings to watch all my content.♥️♥️

রুমানা আফরোজ
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা। বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1321411

রুমানা আফরোজ
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা। বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1321411

সুশিল চন্দ্র রায়
লাইক ও রেটিংসহ আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমার কন্টেন্ট দেখে লাইক ও রেটিংসহ আপনার মুল্যবান মতামত দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
মতামত দিন