সুন্দরবনেই আছে শঙ্খচূড় সাপ! সুন্দরবনেই আছে শঙ্খচূড় সাপ! সুন্দরবনেই আছে শঙ্খচূড় সাপ!

পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষধর সাপ মনে করা হয় শঙ্খচূড় সাপকে। ধারণা করা হচ্ছে, দেশের ম্যানগ্রোভ বন সুন্দরবনেই এই সাপের অস্তিত্ব রয়েছে। শঙ্খচূড় সাপকে ইংরেজিতে বলা হয় King Cobra তবে নামের সাথে কোবরা শব্দটি থাকলেও এটি আসলে গোখরা জাতের নয়। দক্ষিণ এশিয়ার বেশির ভাগ বনাঞ্চলেই শঙ্খচূড় সাপের দেখা পাওয়া যায়। এই সাপ সাধারণত ১৮.৫ ফুট (৫.৬ মিটার) পর্যন্ত হতে পারে। সাধারণ গোখরার চেয়ে এই শঙ্খচূড় সাপের আকৃতিতে বড় হয়। এছাড়া এটির ফণার পেছনে গোখরা বা খড়মপায়া গোখরার মতো কোনো গোল চিহ্ন থাকে না।
শঙ্খচূড় সাপের বৈজ্ঞানিক নাম Ophiophagus। এই নামের অর্থ হচ্ছে ‘সাপ খাদক’। সাধারণত অন্যান্য সাপ খায় বলে এই সাপের এই নামকরণ করা হয়েছে।
শঙ্খচূড় সাপের বিষ খুবই মারাত্মক। এর একটি সাধারন কামড়ই একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। বিভিন্ন তথ্য-উপাত্ত এক করে নিয়ে এখন বলা হচ্ছে, বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপের অস্তিত্ব রয়েছে।
প্রতিবছর শঙ্খচূড় সাপ ২০ থেকে ৪০টির মতো ডিম দেয়। এরপর ডিমে তা দিলে বাচ্চা বের হয়। একটি আদর্শ সাইজের সাপের বিষে যে ঝুঁকি রয়েছে, সে ঝুঁকি একটি বাচ্চা সাপের বিষেও থাকে।

সাম্প্রতিক মন্তব্য


মোহাম্মদ শাহ আলম
চমৎকার উপস্থাপনা লাইক ও পূর্ন রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল। আমার বাতায়ন বাড়িতে ঘুরে আসার জন্য আপনাকে অনুরোধসহ আমন্ত্রণ।

রুমানা আফরোজ
অসংখ্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা ও আপনার জন্য শুভকামনা। বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1321411

রুমানা আফরোজ
অসংখ্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা ও আপনার জন্য শুভকামনা। বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1321411

মোছাঃ হোসনে আরা
লাইক ও রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।











মতামত দিন