যেসব শর্তে নামাজের জামাত ওয়াজিব

জামাত বন্দি হয়ে নামাজ আদায় করার গুরুত্ব অত্যধিক। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছন, জামাতে নামাজ পড়া একাকি নামাজ পড়া থেকে ২৫গুণ সওযাব বেশি। জামাতের সঙ্গে নামাজ আদায় করা ওয়াজিবও বটে। জামাতে নামাজ আদায় ওয়াজিব হওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। যা এখানে তুলে ধরা হলো-
১. প্রাপ্ত বয়স্ক হওয়া। যার উপর নামাজ ফরজ হয়েছে সে ব্যক্তির জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। অপ্রাপ্ত বয়স্কদের উপর জামাত ওয়াজিব নয়।
২. পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। নারীর জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব নয়।
৩. সুস্থ মস্তিষ্কের অধিকারী, জ্ঞানবান হওয়া আবশ্যক। অজ্ঞান, পাগল বা নেশাগ্রস্তদের জন্য জামাত ওয়াজিব নয়।
৪. যে সব ওজর-আপত্তির জন্য জামাত ছেড়ে দেয়ার অনুমতি রয়েছে, সে সব ওজর-আপত্তি না থাকা। (বুখারি)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জামাতের সহিত নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ শফিকুল ইসলাম
রেটিংসহ আপনার জন্য শুভকামনা৷আমার কনটেন্ট দেখে মতামত সহ রোটিং প্রার্থনা করছি৷

রুমানা আফরোজ
👍👍লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২২ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও সুচিন্তিত পরামর্শ প্রত্যাশা করছি। 🌷🌷🌷 আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1372108

মুহাম্মদ ইউছুফ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত এ পাক্ষিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত কনটেন্টটি ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল ।


মোঃ মেরাজুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমীশিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।🌹

ফিরোজ আহমেদ
আসসালামু আলাইকুম। মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার কনটেন্ট, ছবি, ব্লগ ও ভিডিও কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই প্রত্যই রইলো।
মতামত দিন