কিছু কথা যা বলে আমরা আনন্দিত হই।কিন্তু এমন কথা বা কাজ পাপ ও হয়।

মিরানা জামান মুক্তা ২৬ জানুয়ারি,২০২৩ ১১ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ ()

"আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি না!

আমি উচিৎ  কথা মুখের উপর বলে দেই"!

আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!

যা মনে আসে তাই বলেন!

গালাগালসহ সরাসরি মুখের উপর সব বলে দেন!

সব মহলে ঠোঁটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!

সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!

মহান আল্লাহ এমনটাকেই "লুমাযাহ" বলেছেন।


যে ব্যক্তি-

# সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে। 

#  কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু) ।

# কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে। 

# কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে। 

# কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে। 

# কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে। 

# সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে। 

# কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।

# অসন্মান করে কথা বললো।


উপরোক্ত ব্যক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত। 


আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।

আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।


নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।


আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।

মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন।

(কপি)

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
রুমানা আফরোজ
২৭ জানুয়ারি, ২০২৩ ০৭:৩৬ পূর্বাহ্ণ

🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1375930


মুহাম্মদ ইউছুফ
২৬ জানুয়ারি, ২০২৩ ০৯:১১ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত এ পাক্ষিকের বাংলা ১ম পত্র “মাল্যদান” সম্পর্কিত কনটেন্টটি ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল ।


মোঃ শফিকুল ইসলাম
২৬ জানুয়ারি, ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ণ

পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮৩তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।


মোছাঃ নাইচ আকতার
২৬ জানুয়ারি, ২০২৩ ০২:৩৯ অপরাহ্ণ

শুভকামনা রইল


মোহাম্মদ ফরিদুল হক সিরাজী
২৬ জানুয়ারি, ২০২৩ ০২:১৮ অপরাহ্ণ

লাইক ও রেটিংসহ শুভকামনা রইল