আমার পাশে কখনো এসোনা- কলমে- মিরানা জামান মুক্তা

মিরানা জামান মুক্তা ২৯ জানুয়ারি,২০২৩ ৩৬ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ ()

এসোনা

মিরানা জামান

৩০/০৯/২২

-------+++++++


আমি তোমার শহরে প্রতিনিয়তই যাতায়াত করব

তবু  আমার ছায়া তুমি দেখবেনা।

তোমার চার পাশের বাতাসে 

আমি সুবাস হয়ে মিশে রব 

তবু তুমি আমাকে দেখবে না।

তুমিহীনা জীবনটা মরুভূমির মত- 

চোখের কোণে জমে অশ্রু শত

তবু ও আমি একাকীই রব

কখনো তুমি জানবে না।!!

তুমি হীনা - সারাক্ষন 

তোমারই  ছবির সাথে কথা কব।

একাকী পথ চলব

তবুও তোমার সাথী হব না।

যতই কাঁদুক মন।

তুমি নিরবে যতই মনে থাক

লুকিয়েই ভালোবাসবো।

তবু আমার চিহ্ন ও কোথাও 

তুমি পাবেনা।

মনে যতই বাস কর 

 মুখে তোমার নাম নিব না!!

যতই ভাবনায় থাক 

আমার পাশে তুমি আসবেনা।

যতই ভালোবাসি 

তুমি আমার হবে না

তাই চিরদিন শুধু মনেই থেকো

পাশে কখনো এসোনা।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
রুমানা আফরোজ
৩০ জানুয়ারি, ২০২৩ ০৫:৩০ অপরাহ্ণ

🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1375930


মোঃ শফিকুল ইসলাম
৩০ জানুয়ারি, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ

পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্ট দেখে মতামতসহ রেটিং,লাইক ও কমেন্ট কামনা করছি।


তন্ময় কুমার মণ্ডল
২৯ জানুয়ারি, ২০২৩ ০৮:০৮ অপরাহ্ণ

লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। বেশ প্রাণময় কর্ম-তৎপরতা, আপনার উজ্জ্বল ভবিষৎ কামনা করছি। উপস্থাপন অসাধারণ ও চমৎকার। সামনে এগিয়ে যান, চলার পথ সুগম হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আমার প্রোফাইল দর্শন করে কন্টেন্ট ও ব্লগে লাইক রেটিং দেওয়ার অনুরোধ রইল। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চির কৃতজ্ঞ থাকব।