কবিতা - আমি নির্বাক। কলমে- মিরানা জামান মুক্তা।

মিরানা জামান মুক্তা ২৯ জানুয়ারি,২০২৩ ১৬ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ ()

আমি নির্বাক

মিরানা জামান

----++++++++----

হতভম্ব আর বোবা হয়ে ভাবছি

কি বলব? কি বলা যায়?

আসলে ও কি কিছু বলা যায়? 

নাকি কিছু করা যায়?

শুধু স্তব্ধ হয়ে নিশ্চুপ মুর্তিসম দাড়িয়ে

অবলোকন - আর হতবাক হয়ে ভাবছি

কিছু কি বলা যায়? নাকি কিছু করা যায়?

সামনে অসহায়ের কান্না

আর তার পাশে ন্যায়ের  আঘাত

অসহায়কে আঘাত করা কি ন্যায়?

বুঝিয়ে বলি- অসহায় ছেলেটি মাহারা বলে

জুটেনি খাবার চার দিন গত হল।

আজ সে চাচির ঘরে চুরি করে খাবার খেল।

এটাই তার অন্যায়- কেন চুরি করল?

তাই আঘাতে আঘাতে জর্জরিত করে

তাকে বার বার সবার কাছে পাপি সাব্যস্ত করল।

আর চুরির শাস্তি দিয়ে দিয়ে সবার কাছে অন্যায়ের প্রতিবাদ  করা কাকে বলে তাই বুঝানো হলো।

সব বিগ্গ্ জনেরা তাকে তিরস্কার করতে লাগল।

আর প্রতিবেশিরা ছি ছি রি রি করতে লাগল।

আমি কি করব? আমি নির্বাক

আসলে কি কিছু বলা যায়? নাকি কিছু করা যায়??

এরপর আবারও অবাক হয়ে দেখলাম

একজন বৃ্দ্ধা ফকিন্নি - ছেলেটিকে টেনে নিয়ে গেল তার জীর্ন ঘরে

চুপি চুপি ছেলেটিকেঘরে বসিয়ে খাবার খাইয়ে দেয়

আর ছেলেটির চোখের পানি মুছে দিয়ে ফিসফিস করে কয়

""ওরে কাদিসনেরে---- ওরা সারাক্ষন ভরা পেটে থাকে

পেটে খাবার থাকতেই খাওন পায়

ওরা কেমনে বুঝব- খিদার কি জ্বালা?

ওরা অবুঝ তাই খুদার্তের কস্ট বুঝেনা  

চুরি করা পাপ এটাই  বুঝে।

তুই এখন থেকে আমার কাছেই থাক।

আর আমার খাওন খাবি।আমি একা মানুষ - 

ভিক্ষা করে অনেক খাওন পাই - 

এত খাওন একা ফুরায় না- তুই থাকলে আমরা দুজনে ভাগ করে খামু।

শুধু আমারে দাদী মা কইস আর রাইতে যহন একলা থাহি

তহন কস্টের সময় - সুখের গপ্প বলিস।""

এখনও শুধু নির্বাক আমি

হতভম্ব আর অবাক / হতবাক হয়ে ভাবছি

কি বলব?  আর কিই বা করব?

আসলে কি কিছু বলা যায়? নাকি কিছু করা যায়?

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
রুমানা আফরোজ
৩০ জানুয়ারি, ২০২৩ ০৫:২৯ অপরাহ্ণ

🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1375930


মোঃ শফিকুল ইসলাম
৩০ জানুয়ারি, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ

পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্ট দেখে মতামতসহ রেটিং,লাইক ও কমেন্ট কামনা করছি।


মোহাম্মদ ফরিদুল হক সিরাজী
২৯ জানুয়ারি, ২০২৩ ০৮:২১ অপরাহ্ণ

লাইক ও রেটিংসহ শুভকামনা রইল


তন্ময় কুমার মণ্ডল
২৯ জানুয়ারি, ২০২৩ ০৮:০৭ অপরাহ্ণ

লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। বেশ প্রাণময় কর্ম-তৎপরতা, আপনার উজ্জ্বল ভবিষৎ কামনা করছি। উপস্থাপন অসাধারণ ও চমৎকার। সামনে এগিয়ে যান, চলার পথ সুগম হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আমার প্রোফাইল দর্শন করে কন্টেন্ট ও ব্লগে লাইক রেটিং দেওয়ার অনুরোধ রইল। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চির কৃতজ্ঞ থাকব।


মোঃ মুমিনুল হক
২৯ জানুয়ারি, ২০২৩ ০৭:৫১ অপরাহ্ণ

🌷🌷লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডর, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌷🌷