ব্যবধান।সেদিনের আমি আর আজকের আমিতে বিস্তর ব্যবধান।

সেদিনের আমি'টা আর আজকের আমি'টার মধ্যে অনেক পার্থক্য!
সেদিন একটুখানি কষ্ট পেলে অঝোড়ে কাঁদতাম।কাউকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতাম,লড়াই করতাম।পাবো না জেনেও পাবার জন্য পুরোটা জীবন বাজি রাখতাম।কেউ কথা বলবেনা জেনে নির্লজ্জের মত আগ বাড়িয়ে বারবার কথা বলতে যেতাম।পাপ পূন্যতার কথা মাথায় না নিয়েও সেদিন অসাধ্যকে সাধন করার জন্য উঠেপড়ে লেগে যেতাম।লাভ ক্ষতির হিসাব ছাড়াই সেদিন জীবনের জটিল অংকগুলোর সমাধানের কল্পনায় মেতে থাকতাম।
কিন্তু আজ বুঝতে শিখেছি,শক্তও হয়েছি অনেকটা।আজ আর কারো কঠিন আঘাতেও চোখে দু'ফোটা পানি জমেনা।বরং জিদ বাড়ে,নিজেকে নতুনরুপে উপস্থাপন করার প্রতিজ্ঞা তৈরি হয়।আজ আর কাউকে ধরে রাখার জন্য হাতে পায়ে ধরতে ইচ্ছা করেনা।প্রকাশ করেই দেই,ইচ্ছা হলেই থাকো,থাকতে না চাইলে কেটে পড়ো।থাকতে চাইলে সর্ব্বোচ্চটা দিয়ে আগলে রাখা এবং ভালবাসার সাধ্য শক্তি দুটোই আছে আমার।এখন আর কারো সাথে আগ বাড়িয়ে কথা বলার জন্য নির্লজ্জ হতে ইচ্ছা করেনা আমার।অনেকটা বুঝতে শিখেছি,মানতে শিখেছি, প্রয়োজন ছাড়া কেউ কোনোদিন কাউকে স্মরন করেনা,মনে রাখেনা আজকাল।
বয়সের সাথে সবকিছুই কেমন জানি মানিয়ে গেছে।একসময়ে যেটা মুগ্ধতা ছড়াতো,আজ সেটা ফ্যাকাশে লাগে।জোরজবরদস্তি করে আটকে রাখা কোনকিছুতেই আগের মত কেমন জানি সেই জোরটা আর আসেনা।মনটা তৎক্ষনাৎই বলে ওঠে,যেটা তোমার জন্য সৃষ্টি,সেটার জন্য কখনই জোর করতে হবেনা,আর যেটা তোমার জন্য সৃষ্টি করা হয়নি,সেটাকে পাওয়ার জন্য তোমার পুরোটা জীবন বাজি রাখলেও সেটা তুমি পাবেনা।স্বয়ং সৃষ্টিকর্তা সেটাকে তোমার হতে দেবেনা।বুঝতে শিখেছি,মানিয়ে নিয়ে আজকাল নিজেকে ভাল রাখতে শিখেছি।সেদিনের আমি'টার চেয়ে আজকাল বড্ড ভাল রাখতে পেরেছি আমার আমি'টাকে।

সাম্প্রতিক মন্তব্য


মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

রুমানা আফরোজ
🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৪ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1380037

রুমানা আফরোজ
🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৪ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1380037

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কনটেন্ট দেখে মতামতসহ রেটিং,লাইক ও কমেন্ট কামনা করছি।

মুহাম্মদ ইউছুফ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত এ পাক্ষিকের ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত কনটেন্টটি ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিংসহ ও আ
মতামত দিন