ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৯ হাজার
ছাড়িয়েছে
ছবির উৎস,GETTY IMAGES
দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় সোমবারের
বিধ্বংসী ভূমিকম্পে এখনো পর্যন্ত ১৯ হাজারেরও বেশি মানুষ নিহত হবার খবর নিশ্চিত
হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান
বলেছেন, তার দেশেই মারা গেছে ১৬,১৭০ জন। আর সিরিয়াতে এখনও পর্যন্ত ৩,১৬২ জনের
মৃত্যুর খবর নিশ্চিতভাবে জানা গেছে।
কর্মকর্তারা বলছেন, নিহতের এ সংখ্যা আরো বাড়তে
পারে বলে তারা আশংকা করছেন।
বিধ্বস্ত শহরগুলোতে বহু মানুষ এখনও আশ্রয়হীন।
তাদের কাছে নিরাপদ খাবার পানি নেই, বিদ্যুৎ নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, এই
পরিস্থিতিতে ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাওয়া আরো অনেক মানুষের মৃত্যু হতে পারে।
ডাব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক এবং
সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।
দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা
চালাচ্ছেন।
উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া
লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়ার মতো প্রায়
কেউ নেই।
ইস্তাম্বুলের একজন তুর্কি সাংবাদিক ইব্রাহিম
হাসকোলোলু বলেছেন, "লোকেরা এখনও [ধসে পড়া] ভবনের নিচে রয়েছে, তাদের
সাহায্যের প্রয়োজন।"
তিনি বিবিসি নিউজকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে
থেকে আটকে পড়া লোকজন তাকে এবং অন্যান্য সাংবাদিকদের ভিডিও, ভয়েস নোট এবং তাদের
লাইভ অবস্থান পাঠাচ্ছে।
তারা আমাদের বলছে যে তারা কোথায় আছে এবং "আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না," মি. হাসকোলোলু বলেছেন, তুরস্কের জন্য এখন প্রয়োজন সমস্ত আন্তর্জাতিক সহায়তা।
BBC NEWS বাংলা
৯ ফেব্রুয়ারি ২০২৩

সাম্প্রতিক মন্তব্য


মুহাম্মদ নজরুল ইসলাম
লাইক ও রেটিং সহ শুভকামনা রইল। নামাজ শিখাও ছেলেমেয়েদের ওগো মুছলমান নামাজের ছোঁয়ায় সঠিক হবে আমোল ও ঈমান। পাবে নাজাত, পাবে জান্নাত পাবে সম্মান...।

মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মোঃ মুমিনুল হক
🌹লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার ১২৭ তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌹🥀🌹 কন্টেন্ট লিংক https://www.teachers.gov.bd/content/details/1380533🌿

রুমানা আফরোজ
🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৪ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1380037

রুমানা আফরোজ
🌷🌷🌷 লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে আমার আপলোডকৃত ১২৪ তম কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমার কন্টেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/1380037

ফিরোজ আহমেদ
সুন্দর সংযোজন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমার বাতায়ন পরিবারে দাওয়াত রইলো। সবার সমর্থন ও পরামর্শ চাই। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ৮5তম কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন