জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর অনলাইন প্রশিক্ষণ এর সাধারণ নির্দেশনা

সৈয়দ মোঃ আব্দুল হাছিব ১৭ ফেব্রুয়ারি ,২০২৩ ৩১ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৪.২০ ()

সাধারণ নির্দেশনা

সম্মানিত শিক্ষক,
জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স আপনাকে স্বাগতম! 

এই মডিউলে কোর্স সংক্রান্ত সাধারণ নির্দেশনা, কোর্সের অন্তর্ভূক্ত কার্যক্রমসমূহ এবং বিশেষ প্রয়োজনে সহায়তা গ্রহণের নির্দেশনাবলী রয়েছে।
অনুগ্রহ করে মনোযোগের সাথে লক্ষ্য করুন:  


জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন কোর্সের আউটলাইন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন।

এই কোর্সে মোট ৬টি মডিউল ও প্রত্যেকটি মডিউলের অভ্যন্তরে ৫-১০টির অধিক পাঠ/লেসন রয়েছে। প্রত্যেকটি পাঠ/লেসনে নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণের মাধ্যমে কোর্সটি সম্পন্ন হবে। এক্ষেত্রে, পাঠের অগ্রগতি সংরক্ষণ করতে হলে পাঠে নির্ধারিত সময় অতিবাহিত করা অথবা "সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন" বাটনে ক্লিক করতে হতে পারে এবং পরবর্তী পাঠে যেতে পরবর্তী বাটনে ক্লিক করেত হবে। উল্লেখ্য, প্রতিটি পাঠ বা লেসন সফলভাবে সম্পন্ন হলে ডান পাশে সবুজ টিকমার্ক  দেখা যাবে।

 

প্রতিটি পাঠ বা লেসনের মধ্যে বিভিন্ন ধরণের কার্যক্রম রয়েছে। যেমন- 

  • ভিডিও কনটেন্ট: এই সকল পাঠে ভিডিওর মাধ্যমে কোর্সের বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। প্রতিটি ভিডিও সম্পূর্নভাবে দেখতে হবে। টেনে টেনে ভিডিও দেখা যাবে না।  ভিডিও’র নিচে নির্ধারিত সময় উল্লেখ করা আছে। ভিডিও নির্ধারিত সময় অতিবাহিত হলেই কেবল এই পাঠগুলো সম্পন্ন হবে এবং সবুজ টিক চিহ্ন দেখা যাবে। 

  • পাঠ সহায়িকা: এই ধরণের পাঠে পাঠসহায়িকা বা রিডিং ম্যাটেরিয়াল পিডিএফ আকারে উপস্থাপন করা হয়েছে। পিডিএফগুলো নির্ধারিত সময় ধরে পড়তে হবে। পিডিএফ এর নিচে নির্ধারিত সময় উল্লেখ করা আছে। পরবর্তীতে সংরক্ষণের জন্য পিডিএফগুলো চাইলে লিংকে ক্লিক করে ডাউনলোড করা যাবে।  

  • স্ব-মূল্যায়ন বা কুইজ: প্রতিটি মডিউলের ভেতরে একটি করে স্ব-মূল্যায়ন বা কুইজ রয়েছে। শিখন যাচাইয়ের জন্য কয়েকটি সহজ প্রশ্ন (সাধারণত MCQ) দেয়া আছে। প্রতিটি কুইজ সঠিক উত্তর দেয়ার মাধ্যমে পাঠটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে একবারে সঠিক উত্তর না দিতে পারলে পুনরায় চেষ্টা  যাবে (সর্বোচ্চ ৫ বার)। মডিউলে অন্তর্ভূক্ত ভিডিও এবং পাঠ সহায়িকা থেকে পরিপূর্ন ধারণা গ্রহণ করে মূল্যায়ন/কুইজে অংশগ্রহণ করতে হবে। এই অংশ সর্বোচ্চ ৫ বার সুযোগ দেয়া হবে। সঠিকভাবে উত্তর দিতে না পারলে পরের পাঠে যাওয়া যাবে না এবং সার্টিফিকেটও দেয়া হবে না।  

  • মতামত ও আলোচনা: শিক্ষক হিসেবে আপনার পূর্বের অভিজ্ঞতার সাথে নতুন শিক্ষাক্রমের পার্থক্য বা নতুনত্ব, আপনার করণীয় ইত্যাদি বিষয়গুলো এই অংশে লিখে জানাতে হবে। এখানে নির্ধারিত টেক্সট বক্সে উত্তরগুলো সাবমিট করতে হবে। পাশাপাশি, অন্যের উত্তর দেখে আলোচনায় অংশগ্রহণ করা যাবে। উত্তর সাবমিট করলে পাঠ/লেসনটি সম্পন্ন হচ্ছে। পাঠের অগ্রগতি সংরক্ষণের জন্য অবশ্যই "সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন" বাটনে ক্লিক করতে হবে। এভাবে এই পাঠ/লেসনটি সম্পন্ন হলে সবুজ টিক চিহ্ন দেখা যাবে।   

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ মুমিনুল হক
১৭ ফেব্রুয়ারি , ২০২৩ ০৯:৫৭ অপরাহ্ণ

🌹💐লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার ১২৮ তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌹🌹 কন্টেন্ট লিংক https://www.teachers.gov.bd/content/details/1387928🌿


মোছাঃ হোসনে আরা
১৭ ফেব্রুয়ারি , ২০২৩ ০৯:৩৮ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।


মোহাম্মদ শাহ আলম
১৭ ফেব্রুয়ারি , ২০২৩ ০৫:১৪ অপরাহ্ণ

সম্মানিত, বাতায়ন প্রেমীশিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো।


ছালমা বেগম
১৭ ফেব্রুয়ারি , ২০২৩ ০৩:৪৮ অপরাহ্ণ

চমৎকার কন্টেন্টের জন্য ধন্যবাদ